অপেক্ষার দিন শেষ হচ্ছে, Xiaomi 15 এর গ্লোবাল মডেল লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

Xiaomi 15 Global Variant Spotted on Geekbench - শাওমি ১৫ এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর আগেই আইএমইআই ডেটাবেস থেকে জানা গিয়েছিল। সেই একই মডেল নম্বর অর্থাৎ 24129PN74G সহ এখন ফোনটিকে গিকবেঞ্চ এআই ডেটাবেসে দেখা গেছে।

Julai Mondal 11 Nov 2024 11:29 PM IST

স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ অক্টোবরের শেষে চীনে লঞ্চ হয়েছে Xiaomi 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। লেটেস্ট প্রসেসর সহ এই ডিভাইসে এআই ফিচার, বড় ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা ও ডিসপ্লে পাওয়া যাবে। ফলে চীনের বাইরেও শাওমি ফ্যানেরা ফোনটি হাতে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে। কোম্পানির তরফেও এর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আজ শাওমি ১৫ এর গ্লোবাল ভ্যারিয়েন্টকে Geekbench AI ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। আসুন এখান থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

Xiaomi 15 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট উপস্থিত হল গিকবেঞ্চ এআই প্ল্যাটফর্মে

শাওমি ১৫ এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর আগেই আইএমইআই ডেটাবেস থেকে জানা গিয়েছিল। সেই একই মডেল নম্বর অর্থাৎ 24129PN74G সহ এখন ফোনটিকে গিকবেঞ্চ এআই ডেটাবেসে দেখা গেছে। এখানে ডিভাইসটির সিঙ্গেল প্রিসিশন স্কোর ২৩৪৭, হাফ প্রিসিশন স্কোর ২৩৪৬ এবং কোয়ান্টিশেড স্কোর ৪০৪৫। এছাড়া জানা গেছে, শাওমি ১৫ এর গ্লোবাল ভ্যারিয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। ফোনটি ১২ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। আবার এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

শাওমি ১৫ এর চীনা ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও দাম

চীনে শাওমি ১৫ এর দাম ৪৪৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,০০০ টাকা। এটি ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য।

স্পেসিফিকেশন ও ফিচারের কথা বললে শাওমি ১৫ ফোনে আছে ৬.৩৬ ইঞ্চির ফ্ল্যাট ওলেড ডিসপ্লে। এটি ২৬৭০x১২০০ পিক্সেল রেজোলিউশন, ১-১২০ হার্টজ এলটিপিও ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ৩,২০০ নিটস পিক ব্রাইটনেস, এবং ফুল ব্রাইটনেস ডিসি ডিমিং অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জের ব্যবস্থাও মিলবে।

ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা বর্তমান, যার প্রতিটি ৫০ মেগাপিক্সলের। প্রাইমারি ক্যামেরাটি হল লাইট ফিউশন ৯০০ সেন্সর। বাকি দুই লেন্স হিসাবে একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Show Full Article
Next Story