অপেক্ষা শেষ, 23 অক্টোবর লঞ্চ হচ্ছে Xiaomi 15, থাকবে নতুন Snapdragon 8 Elite প্রসেসর

আগামী ২৩ অক্টোবর লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত Xiaomi 15। আজ সংস্থার তরফে একটি পোস্টার রিলিজ করে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। আশা…

Suman Patra 27 Sept 2024 2:38 AM IST

আগামী ২৩ অক্টোবর লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত Xiaomi 15। আজ সংস্থার তরফে একটি পোস্টার রিলিজ করে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে ওইদিন Xiaomi 15 Pro মডেলটির উপর থেকেও পর্দা সরানো হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, Xiaomi 15 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

যদিও শোনা যাচ্ছিল এই ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর সহ লঞ্চ হবে। ফলে মনে হচ্ছে কোয়ালকম তাদের প্রসেসর সিরিজের নাম পরিবর্তন করতে চলেছে। এর আগে আমরা উইন্ডোজ নোটবুকের জন্য স্ন্যাপড্রাগন এক্স লাইট ঘোষণা করতে দেখেছিলাম। এমনকি স্মার্টফোনের জন্য আনা প্রসেসরের নামের ধরণও আগে পরিবর্তন করেছে কোয়ালকম।

Snapdragon 8 Elite processor

যাইহোক আসন্ন স্ন্যাপড্রাগন ৮ সিরিজের এই প্রসেসর ৩এনএম প্রোসেস নোডের উপর ভিত্তি করে বানানো হয়েছে বলে জানা গেছে। এটি আগের প্রসেসর ভ্যারিয়েন্টের থেকে ৫৬ শতাংশ উন্নত জিপিইউ পারফরম্যান্স দেবে। গিকবেঞ্চ থেকে জানা গেছে, এই প্রসেসর ৪.৪৭ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিড দিতে পারবে।

এদিকে লঞ্চ ডেট ঘোষণা ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করার কথা ছাড়া পোস্টার থেকে Xiaomi 15 সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে আগে জানা গিয়েছিল যে, এই ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ অপারেটিং সিস্টেম থাকবে। এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর Xiaomi 15 আইপি৬৯ রেটিং সহ আসবে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

Show Full Article
Next Story