নজরকাড়া ফিচার্সের সঙ্গে অনবদ্য ক্যামেরা, সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করল শাওমি
Xiaomi 15 Launched - শাওমি ১৫ দাম ৪৪৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,০০০ টাকা। এটি ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য৷
শাওমি আজ অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডদের পিছনে ফেলে Qualcomm-এর নতুন Snapdragon 8 Gen Elite প্রসেসর দিয়ে প্রথম ফোন লঞ্চ করল চীনে। Xiaomi 15 ও Xiaomi 15 Pro নামে দুটি মডেল নিয়ে এসেছে তারা। এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি শাওমির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কম্প্যাক্ট স্মার্টফোন বলে দাবি করা হয়েছে। প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে এই ফোনে উন্নত পারফরম্যান্স, টপ-নচ ডিসপ্লে, ও দুর্দান্ত ক্যামেরা মিলবে।
Xiaomi 15 স্পেসিফিকেশন ও ফিচার্স
শাওমি ১৫ ফোনটি ৬.৩৬ ইঞ্চির ফ্ল্যাট ওলেড ডিসপ্লের সঙ্গে হাজির হয়েছে। এটি ২৬৭০x১২০০ পিক্সেল রেজোলিউশন, ১-১২০ হার্টজ এলটিপিও ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ৩,২০০ নিটস পিক ব্রাইটনেস, এবং ফুল ব্রাইটনেস ডিসি ডিমিং অফার করে। ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। শাওমি হাইপারকোর এবং সংস্থার নিজস্ব মাইক্রোআর্কিটেকচার শিডিউলার দ্বারা সমর্থিত এটি। ফোনে যে কোনও অ্যাপ ৪৫.৭ শতাংশ দ্রুত খুলবে বলে দাবি করা হয়েছে।
শাওমি ১৫ অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে হাইপারওএস ২.০ সফটওয়ারে রান করে। এটি এই ফ্ল্যাগশিপের জন্য তৈরি করা বিভিন্ন অপ্টিমাইজেশন নিয়ে এসেছে, যার মধ্যে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট এবং রিফাইন্ড সিস্টেম পারফরম্যান্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকছে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার ৩০ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জের ব্যবস্থাও মিলবে।
শাওমি লেইকার সঙ্গে হাত মিলিয়ে ফোনটির ক্যামেরা বানিয়েছে। ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা বর্তমান যার প্রতিটি ৫০ মেগাপিক্সলের। প্রাইমারি ক্যামেরাটি হল লাইট ফিউশন ৯০০ সেন্সর। বাকি দুই লেন্স হিসাবে একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরা বর্তমান। সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা উপস্থিত।
শাওমি ১৫-এ গুডিক্স টেকনোলজির আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করছে। যা ভেজা আঙুলেও দ্রুত আনলক হবে। অ্যাভিয়েশন গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে ফোনটি তৈরি করেছে কোম্পানি। এছাড়া, শাওমি ১৫ আইপি৬৮ রেটিং, এনএফসি, এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার অফার করবে।
দাম ও কালার অপশন
শাওমি ১৫ পার্পেল, গ্রীন, ব্ল্যাক, ও সিলভার কালার স্কিমে উপলব্ধ। আবার ব্রাইট সিলভার এডিশন নামে একটি আকর্ষণীয় রঙে কেনা যাবে এই ফোন। দাম ৪৪৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,০০০ টাকা। এটি ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য। গ্লোবাল মার্কেটে ফোনটি কবে আসবে তা এখনও জানা যায়নি।
Xiaomi 15 Launched - শাওমি ১৫ দাম ৪৪৯৯ ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,০০০ টাকা। এটি ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য৷