ফাস্ট চার্জিংয়ে চমক? Xiaomi 15 Pro এর চার্জিং ক্ষমতা প্রকাশ করল 3C সার্টিফিকেশন সাইট

Xiaomi 15 এর পর Xiaomi 15 Pro এবার 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল। ফলে বোঝা যাচ্ছে স্মার্টফোনগুলি শীঘ্রই বাজারে পা রাখবে। যদিও ইতিমধ্যেই জানা…

Xiaomi 15 Pro Bags 3C Certification 90W Fast Charging Support Revealed

Xiaomi 15 এর পর Xiaomi 15 Pro এবার 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেল। ফলে বোঝা যাচ্ছে স্মার্টফোনগুলি শীঘ্রই বাজারে পা রাখবে। যদিও ইতিমধ্যেই জানা গেছে Xiaomi 15 সিরিজ আগামী মাসে লঞ্চ হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর লঞ্চের পরপরই শাওমি তাদের ইভেন্টটি আয়োজন করতে পারে। আসুন Xiaomi 15 Pro সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Xiaomi 15 Pro পেল 3C সাইট থেকে অনুমোদন

শাওমি ১৫ প্রো মডেলটি 2410DPN6CC মডেল নম্বর সহ 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এই একই মডেল নম্বর সহ এর আগেও ডিভাইসটিকে অন্যান্য সাইটে দেখা গিয়েছিল। 3C থেকে জানা গেছে, শাওমি ১৫ প্রো ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

উল্লেখ্য, Xiaomi 14 Pro স্মার্টফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছিল। ফলে উত্তরসূরিটি আরও কম ফাস্ট চার্জিং ক্ষমতা সহ লঞ্চ হবে। জানিয়ে রাখি Redmi Note 14 Pro+ ফোনেও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি মিড রেঞ্জে আসবে। ফলে ফ্ল্যাগশিপ Xiaomi 15 Pro মডেলে সংস্থা কেন আরও উন্নত ফাস্ট চার্জিং ক্ষমতা না দিয়ে আরও কমিয়ে দিচ্ছে, তার কারণ অজানা।

যাইহোক, 3C থেকে আরও জানা গেছে যে, Xiaomi 15 Pro ডিভাইসে হাইপারওএস ২.০ প্রি-ইনস্টল থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ওএস হবে। ইতিমধ্যেই Xiaomi এই অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ভিত্তি করে HyperOS Enhanced Beta রিলিজ করেছে। এটিই HyperOS 2.0 নামে বাজারে আসবে বলে মনে হচ্ছে।

এর আগে শোনা গিয়েছিল Xiaomi 15 Pro ফোনে ব্যাক প্যানেলে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরাটি এফ/১.৪ – এফ/২.৫ এর একটি পরিবর্তনশীল অ্যাপারচার অফার করবে, যা শাওমি ১৪ প্রো ফোনের এফ/১.৪ – এফ/৪.০ পরিবর্তনশীল অ্যাপারচার থেকে আলাদা হবে। প্রাইমারি ক্যামেরা ছাড়া এর মধ্যে পেরিস্কোপ টেলিফোটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, সম্ভবত একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন