Xiaomi 15 Pro: শাওমির নতুন স্মার্টফোনে ওমনিভিশন ক্যামেরা, ছবি হবে ঝাঁ-চকচকে

শাওমি চলতি বছরের শেষের দিকে তাদের পরবর্তী প্রজন্মের ফ্লাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 15 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই...
Ananya Sarkar 10 Jun 2024 8:25 PM IST

শাওমি চলতি বছরের শেষের দিকে তাদের পরবর্তী প্রজন্মের ফ্লাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 15 লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজে প্রাথমিকভাবে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে, এগুলি হল স্ট্যান্ডার্ড Xiaomi 15 এবং Xiaomi 15 প্রো। ইতিমধ্যে এই ডিভাইসগুলিকে নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন একটি সূত্র মারফৎ Xiaomi 15 Pro ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সর্ম্পকে জানা গেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi 15 Pro ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)

চীনা মাইক্রোব্লগিং সাইট, ওয়েইবো-তে শেয়ার করা তথ্য অনুযায়ী, আসন্ন শাওমি ১৫ প্রো ফোনে তার পূর্বসূরি শাওমি ১৪ প্রো ফোনের মতোই ৫০ মেগাপিক্সেলের ৩x ক্যামেরা থাকবে। ফোনটিতে ৩x টেলিফটো ক্যামেরার জন্য ওভি৫০কে সেন্সর এবং প্রাইমারি ক্যামরা হিসেবে আইএমএক্স৮৮২ সেন্সর ব্যবহার করা হবে।

শাওমি ১৫ প্রো ফোনের ওভি৫০কে একটি ১ ইঞ্চির সেন্সর বলে জানা গেছে। তুলনায়, শাওমি ১৪ প্রো একটি সামান্য ছোট ১/১.৩১ ইঞ্চির ইমেজ সেন্সর অফার করেছে। এই সেন্সর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে, ব্র্যান্ড সম্প্রতি ওভি৫০কে৪০ নামে সেন্সরের একটি ছোট (১/১.৩১ ইঞ্চি) সংস্করণ চালু করেছে, যা কোম্পানির মতে সর্বোত্তম শ্রেণীর সিঙ্গেল-এক্সপোজার হাই ডায়নামিক রেঞ্জ (HDR) প্রদানের জন্য লেটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটর (LOFIC)-গুলির ক্ষমতাকে কাজে লাগায়, আলোর অবস্থা নির্বিশেষে। এটি স্ট্যান্ডার্ড মোডে সিঙ্গেল এক্সপোজার সহ মানুষের চোখের-স্তরের এইচডিআর অর্জন করে।

টিপস্টারের মতে, ডিজিটাল জুমিংয়ে স্পষ্টতার ক্ষেত্রে টেলিফটো সেন্সর OV64b-এর তুলনায় তুলনামূলকভাবে খারাপ পারফর্ম করে। তবে, তিনি বলেছেন যে এর পাওয়ার খরচ কম হবে। Xiaomi 14 Pro তার ৩.২x টেলিফটোর জন্য একটি Samsung ISOCELL JN1 সেন্সর ব্যবহার করে। পূর্বসূরির তুলনায়, টেলিফটোতে স্যুইচিং উন্নত হয়েছে বলে জানা গেছে। টেলিফটোর অ্যাপারচারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Xiaomi 15 Pro ফোনের রিয়ার প্যানেলের ওপরের বাম কোণে একটি বর্গাকার-আকৃতির ক্যামেরা মডিউল থাকবে। তবে ফ্ল্যাশ ক্যামেরা আইল্যান্ডের বাইরে অবস্থান করবে। এটি জায়গার অভাবের কারণে হতে পারে। সেন্সরগুলির সামনে উন্নত লেন্সও থাকতে পারে।

অন্যদিকে, Xiaomi 15 Pro হ্যান্ডসেটের সামনে একটি ২কে মাইক্রো-কার্ভড স্ক্রিন থাকবে। ফোনটি অক্টোবরের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে এবং এটি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা চালিত হবে। যদিও আসন্ন Xiaomi 15 সিরিজ সম্পর্কে এই মুহূর্তে খুব বেশি বিবরণ উপলব্ধ নেই, তবে আশা করা যায় খুব শীঘ্রই আরও তথ্য সামনে আসবে।

Show Full Article
Next Story