Xiaomi 15 Pro আসছে আপগ্রেড ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সাথে

আগামী মাসে বাজারে আসতে চলেছে Xiaomi 15 সিরিজ। এই সিরিজের অধীনে শুরুতে দুটি ফোন লঞ্চ হবে – Xiaomi 15 ও Xiaomi 15 Pro। ইতিমধ্যেই এই…

Xiaomi 15 Pro Telephoto Camera Upgrade 50Mp Sony Imx858 Like Xiaomi 13 Ultra

আগামী মাসে বাজারে আসতে চলেছে Xiaomi 15 সিরিজ। এই সিরিজের অধীনে শুরুতে দুটি ফোন লঞ্চ হবে – Xiaomi 15 ও Xiaomi 15 Pro। ইতিমধ্যেই এই ডিভাইসগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে‌ এবং নানাধরনের তথ্য জানা গেছে। আজ আবার ‘এক্সপেরিয়েন্স মোর’ নামে এক উইবো টিপস্টার, Xiaomi 15 Pro এর ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবি সত্যি হলে, আসন্ন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Xiaomi 13 Ultra এর টেলিফটো ক্যামেরা ব্যবহার করা হবে।

Xiaomi 15 Pro এর টেলিফটো ক্যামেরা Xiaomi 14 Pro এর থেকেও ভালো হবে

টিপস্টার দাবি করেছেন, শাওমি ১৫ প্রো ফোনে টেলিফটো ক্যামেরা হিসেবে সনি IMX858 সেন্সর ব্যবহার করছে। এটি ৫এক্স জুম ও ১২০মিমি ফোকাল লেন্থ অফার করবে। যেখানে শাওমি ১৪ প্রো ডিভাইসে ৭৫মিমি টেলিফটো লেন্স দেওয়া হয়েছিল, যা ৩.২এক্স অপটিক্যাল জুম অফার করতো। উল্লেখ্য, শাওমি ১৩ আল্ট্রা মডেলে সনি IMX858 ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছিল। সংস্থাটি এবার প্রো মডেলেও এই সেন্সর ব্যবহার করতে চলেছে।

এদিকে টিপস্টার দাবি করেছেন যে, ৫এক্স টেলিফটো ক্যামেরা সেন্সর ছাড়াও শাওমি ১৫ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে, যেটি এফ/১.৪ থেকে এফ/২.৫ ভ্যারিয়েবল অ্যাপারচার রেঞ্জ দেবে। এছাড়া এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্সও থাকবে।

এর আগে জানা গিয়েছিল, Xiaomi 15 Pro পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২কে রেজোলিউশন অফার করবে। এতে মেটাল ফ্রেম থাকবে। এছাড়া একটি টাইটেনিয়াম এডিশন আনা হতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন