রাত পোহালেই Xiaomi 15 সিরিজের লঞ্চ, উত্তেজনায় টগবগ করে ফুটছে ক্রেতারা
Xiaomi 15 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে Xiaomi 15 ও Xiaomi 15 Pro নামে দুই মডেল...Xiaomi 15 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল চীনে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে Xiaomi 15 ও Xiaomi 15 Pro নামে দুই মডেল আসবে। তবে আগামী বছর Xiaomi 15 Ultra রিলিজ হবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আর কয়েক ঘন্টা বাকি থাকলেও এই ফোনগুলি সম্পর্কে প্রচুর তথ্য সামনে এসেছে। যেমন শাওমির এই স্মার্টফোন লাইনআপে দুর্ধর্ষ Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকবে। চলুন দেখে নেই, শাওমির নতুন ফ্ল্যাগশিপে আর কী কী বিশেষ ফিচার্স মিলতে পারে।
শাওমি ১৫ সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার্স
স্ট্যান্ডার্ড শাওমি ১৫ কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের সঙ্গে আসবে। এতে ৬.৩৬ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। অন্যদিকে, আরও অত্যাধুনিক মডেল, শাওমি ১৫ প্রো ৬.৭৮ ইঞ্চি কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে। এটি ২কে রেজোলিউশন, ডলবি ভিশন, এইচডিআর১০+, এবং ওয়াইড কালার গ্যামেট অফার করবে।
স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর যুক্ত প্রথম মডেল হবে শাওমি ১৫ সিরিজ। সঙ্গে মডেলগুলি ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। তবে স্ট্যান্ডার্ড মডেলে ১২ জিবি অব্দি র্যাম মিলতে পারে। ফটোগ্রাফির জন্য লেইকার সঙ্গে শাওমির পার্টনারশিপ বজায় থাকছে। প্রো ও স্ট্যান্ডার্ড উভয় মডেলে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা দেখা যাবে। আর সামনে থাকবে সিঙ্গেল ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাটারি লাইফ এমন একটি ক্ষেত্র যেখানে শাওমি ১৫ সিরিজে বড় ইমপ্রুভমেন্ট আসছে। জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড মডেলে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। এটি শাওমি ১৪ এর ৪,৬১০ এমএএইচ ব্যাটারির থেকে বড় আপগ্রেড। আবার প্রো ভ্যারিয়েন্টে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়া, শাওমি ১৫ সিরিজে জল ও ধুলো থেকে রক্ষার জন্য থাকবে আইপি৬৮ রেটিং। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর হাইপারওএস ২.০ সফটওয়্যারে রান করবে।