বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 4 ফোন কে আনবে, Xiaomi নাকি OnePlus? লড়াই তুঙ্গে
গত বছর শাওমি Qualcomm-এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 চিপসেট চালিত বিশ্বের প্রথম ফোন হিসেবে Xiaomi 14 এবং Xiaomi...গত বছর শাওমি Qualcomm-এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 চিপসেট চালিত বিশ্বের প্রথম ফোন হিসেবে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro লঞ্চ হয়েছিল। বর্তমানে শোনা যাচ্ছে, এই বছর ওয়ানপ্লাস আসন্ন Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট দিয়ে প্রথম ফোন লঞ্চের ক্ষেত্রে এগিয়ে থাকবে। যা OnePlus 13 ফোনে ব্যবহার করা হবে। এখন সূত্রের দাবি, ওয়ানপ্লাসকে টেক্কা দিতে চীনে শীঘ্রই Xiaomi 15 সিরিজের পরবর্তী ইন্টারনাল টেস্টিং শুরু হতে চলেছে।
Xiaomi 15 সিরিজের ইন্টারনাল টেস্টিং এমাসে শুরু হবে
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট) পোস্টে শাওমি 15 সিরিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রকাশ করেছেন বলে মনে করা হচ্ছে। ফোনের নাম না বললেও,ওই তথ্যগুলি শাওমি 15 লাইনআপের সাথে সম্পর্কিত। তার দাবি, শাওমির পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের ফোনগুলি এ মাসেই (এপ্রিল) তার পরবর্তী অভ্যন্তরীণ পরীক্ষার পর্যায়ে প্রবেশ করবে। এছাড়াও জানা গেছে যে, লাইনআপটি এই বছরের সেপ্টেম্বরে গণ উৎপাদনের পর্যায়ে প্রবেশ করবে।
জল্পনা শোনা যাচ্ছে যে, শাওমি 15 সিরিজটি নতুন পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে৷ এই লাইনআপের চূড়ান্ত সংস্করণে এই ফিচার্স থাকে কিনা, সেটাই এখন দেখার। শাওমি 15 সিরিজ দুটি স্ক্রিন আকারের বিকল্পে পাওয়া যাবে। সাম্প্রতিক একটি রিপোর্ট দাবি করেছে যে, স্ট্যান্ডার্ড মডেলটি 6.36 ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) স্ক্রিন অফার করবে। এর প্রো ভ্যারিয়েন্টে একটি বড় স্ক্রিন থাকতে পারে, তবে এর সঠিক আকার এখনও জানা যায়নি। উভয় ফোন যথাক্রমে 1.5K এবং 2K রেজোলিউশন সাপোর্ট করবে।
উল্লেখ্য, Xiaomi 15 এবং Xiaomi 15 Pro হাই-ডেনসিটি ব্যাটারি দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে, তবে ব্যাটারির ক্ষমতা নির্দিষ্টভাবে জানা যায়নি। এছাড়া টিপস্টার বলেছেন যে, উভয় ফোনেই একটি কাস্টম-মেড অমনিভিশন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে।