Xiaomi 15 ফোনে থাকবে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, কত মিনিটের মধ্যে ফুল চার্জে হবে দেখুন

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হবে Xiaomi 15 সিরিজ। এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ফোনগুলি আইপি৬৮ রেটিং সহ…

Xiaomi 15 To Support 90W Fast Charging Support Reveal 3C Certification

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে লঞ্চ হবে Xiaomi 15 সিরিজ। এই সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ফোনগুলি আইপি৬৮ রেটিং সহ আসবে বলে জানা গেছে। এখন আবার এই সিরিজের বেস মডেল অর্থাৎ Xiaomi 15 ফোনকে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে ডিভাইসটির চার্জিং ক্যাপাসিটি প্রকাশ্যে এসেছে।

Xiaomi 15 পেল 3C সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন

Xiaomi 15 স্মার্টফোনটি এই সার্টিফিকেশন সাইটে 24129PN74C মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এই মডেল নম্বর যে Xiaomi 15 এর জন্য ব্যবহার করা হয়েছে তা আইএমইআই সার্টিফিকেশন সাইট থেকে আগেই জানা গিয়েছিল। এখান থেকে প্রকাশ্যে এসেছে যে, ডিভাইসটিতে ৯০ ওয়াট (রেটেড) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

জানিয়ে রাখি এই একই চার্জিং ক্যাপাসিটি সহ এসেছিল শাওমি ১৪, যা ০-১০০ শতাংশ চার্জ হতে ৩১ মিনিট সময় নেয়। ফলে চার্জি স্পিডের ক্ষেত্রে উত্তরসূরিতে কোনো পরিবর্তন দেখা যাবে না। যদিও শাওমি ১৫ ফোনে কত ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে তা জানা যায়নি। তবে এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে রিপোর্টে বলা হয়েছে।

আরও পড়ুন : শীতের বাজার গরম করবে Xiaomi 15 Ultra, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ থাকবে 50MP সেলফি ক্যামেরা

Xiaomi 15 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

শাওমি ১৫ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর, ৪৮০০ এমএএইচ বা ৪৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ড্রাগন ক্রিস্টাল প্রোটেকশন সহ ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। আর এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর আইপি৬৮ রেটিং সহ আসা শাওমি ১৫ এর দাম রাখা হবে প্রায় ৫৫,০০০ টাকা।

আরও পড়ুন : Samsung Galaxy S25, Galaxy S25+ ফোনের ফাস্ট চার্জিং প্রযুক্তি সামনে আনল 3C সার্টিফিকেশন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন