Xiaomi 15 Ultra Camera Specifications

কম আলোতেও দুরন্ত ফটোগ্রাফি, শাওমি ১৫ আল্ট্রা এই বিশেষ আপগ্রেড ক্যামেরার সাথে আসছে

Xiaomi 15 Ultra Camera - টিপস্টার বলেছেন যে, শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে ২৩এমএম ফোকাল লেন্থ ও এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। শাওমি এবার ফোকাল লেন্থ বাড়ানোর চেষ্টা করছে।

Ankita Mondal 4 Nov 2024 2:17 PM IST

শাওমি গত মাসের শেষ সপ্তাহে চীনে শাওমি ১৫ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো ফোন দুটি বাজারে এসেছে। এবার সিরিজের আল্ট্রা মডেল অর্থাৎ শাওমি ১৫ আল্ট্রা লঞ্চের পালা। ইতিমধ্যেই এই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনের ক্যামেরা সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানিয়েছে, যা উত্তেজনা বাড়াবে ফ্যানদের।

Xiaomi 15 Ultra ফোনের ক্যামেরা

টিপস্টার বলেছেন যে, শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে ২৩এমএম ফোকাল লেন্থ ও এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। শাওমি এবার ফোকাল লেন্থ বাড়ানোর চেষ্টা করছে। এরফলে কম আলোতে আরও ভালো ছবি উঠবে। এছাড়া টিপস্টার জানিয়েছেন যে, শাওমি ১৫ আল্ট্রা ডিভাইসে নতুন কাস্টোমাইজ হার্ডওয়্যার মডিউল থাকবে। যদিও এই হার্ডওয়্যার মডিউলের কাজ কি হবে তা তিনি স্পষ্ট করেননি।

এদিকে ‌শাওমির এই আল্ট্রা মডেলে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে বলে জানা গেছে। এই লেন্স ৪.৩এক্স অপটিক্যাল জুম, ১০০এমএম ফোকাল লেন্থ ও এফ/২.৬ অ্যাপারচার অফার করবে। এছাড়া টিপস্টার বলেছেন, প্রাইমারি ও টেলিফটো ক্যামেরার পাশাপাশি শাওমি ১৫ আল্ট্রা ফোনে ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন৫ সেন্সর ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৩২বি সেন্সর।

Xiaomi 15 Ultra এর অন্যান্য স্পেসিফিকেশন

শাওমি ১৫ আল্ট্রা স্মার্টফোনে মাইক্রো কার্ভড এজ সহ ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ডিভাইসটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এই ব্যাটারি ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক শাওমি হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে।

Show Full Article
Next Story