200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 24 জিবি র‌্যামের তুখোড় স্মার্টফোন আনছে Xiaomi

শাওমি চলতি বছরের ফেব্রুয়ারিতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত Xiaomi 14 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে। অনুমান করা হচ্ছে যে Xiaomi 15 Ultra…

Xiaomi 15 ultra primary camera details leaked

শাওমি চলতি বছরের ফেব্রুয়ারিতে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত Xiaomi 14 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে। অনুমান করা হচ্ছে যে Xiaomi 15 Ultra ডিভাইসটি আগামী বছরের শুরুর দিকে বাজারে পা রাখবে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছে যে তিনি Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট দ্বারা চালিত একটি “Ultra”-ব্র্যান্ডের ফোনের একটি প্রাইমারি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ অ্যাক্সেস করেছেন। মনে করা হচ্ছে যে এই ফোনটি সম্ভবত Xiaomi 15 Ultra।

সামনে এল Xiaomi 15 Ultra ফোনের ক্যামেরার বিশদ বিবরণ

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে জানিয়েছেন যে, শাওমি 15 আল্ট্রা হ্যান্ডসেটেও তার পূর্বসূরির মতো একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, তবে ক্যামেরা সিস্টেমের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। কোয়াড-ক্যামেরা সেটআপে এখন ডুয়েল টেলিফটো লেন্স এবং একটি উল্লেখযোগ্যভাবে বড় পেরিস্কোপ লেন্স অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি তার পূর্বসূরির চেয়ে বড় বলে মনে করা হচ্ছে, এটি একটি বর্ধিত সেন্সর সাইজ বা বড় অ্যাপারচার থাকার দিকে ইঙ্গিত করছে। জানিয়ে রাখি, Xiaomi 14 Ultra ফোনে ১ ইঞ্চির 50 মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-900 প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে৷ টিপস্টার মনে করছেন যে, নতুন সেন্সরের আকার 1 ইঞ্চি ছাড়িয়ে যেতে পারে, যা ক্যামেরা পারফরম্যান্সে সম্ভাব্য উন্নতি নির্দেশ করে। টিপস্টার তার লেটেস্ট পোস্টে Xiaomi 15 Ultra ফোনের অন্য কোনও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু উল্লেখ করেননি।

সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, Xiaomi 15 Ultra মডেলের ডিসপ্লের চার দিকেই মাইক্রো-কার্ভড ডিজাইন থাকবে। এটি 2K রেজোলিউশন সাপোর্ট করবে এবং একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 (HyperOS 2.0) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। রিয়ার ক্যামেরাগুলির মধ্যে একটি হতে পারে 4x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 200 মেগাপিক্সেলের স্যামসাং এইচপি9 পেরিস্কোপ টেলিফটো সেন্সর।

পারফরম্যান্সের জন্য, Xiaomi 15 Ultra হ্যান্ডসেটে Qualcomm Snapdragon 8 Gen 4 চিপসেট থাকবে, যা 24 জিবি র‍্যামের সাথে যুক্ত হবে এবং এতে প্রায় 6,200 এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসের ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে তিনটি স্বতন্ত্র বিল্ড রয়েছে, এগুলি হল – প্লেন লেদার, ফাইবারগ্লাস এবং সিরামিক।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন