শাওমি ১৫ আল্ট্রা বদলে দেবে মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা, কি কি ক্যামেরা সেন্সর থাকবে দেখুন
Xiaomi 15 Ultra Camera Features - শাওমি ১৫ আল্ট্রা প্রোফেশনাল ফটোগ্রাফি ক্যামেরা সহ আসবে। এতে কাস্টমাইজ সেন্সর ব্যবহার করা হবে। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে।
শাওমি ১৫ আল্ট্রা নিয়ে চর্চা অব্যাহত। শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো লঞ্চের পর থেকে প্রায় রোজ এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। বলার অপেক্ষা রাখে না যে, এই স্মার্টফোনে অত্যাধুনিক ক্যামেরা সেটআপ সহ হার্ডওয়্যার ব্যবহার করা হবে। আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ২০২৫ সালের শুরুতে আসতে চলা শাওমি ১৫ আল্ট্রা মডেল কাস্টমাইজ হার্ডওয়্যার ও লাইকা ইমেজিং সহ মোবাইল ফটোগ্রাফির সংজ্ঞা বদলে দেবে। আসুন শাওমির এই প্রিমিয়াম ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Xiaomi 15 Ultra এর ক্যামেরা স্পেসিফিকেশন
টিপস্টার জানিয়েছেন যে, শাওমি ১৫ আল্ট্রা প্রোফেশনাল ফটোগ্রাফি ক্যামেরা সহ আসবে। এতে কাস্টমাইজ সেন্সর ব্যবহার করা হবে। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এই ক্যামেরাগুলি হবে প্রাইমারি সেন্সর, পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও টেলিফটো লেন্স।
প্রাইমারি ক্যামেরা:
রেজোলিউশন: ৫০ মেগাপিক্সেল
ফোকাল লেন্থ: ২৩ মিমি অ্যাপারচার: এফ / ১.৬
সেন্সর: সনি ৫০ মেগাপিক্সেল এলওয়াইটি৯০০
সেন্সরের পরিমাপ: কাস্টম ১/ ০.৯৮-ইঞ্চি সেন্সর, যা অনেক ফ্ল্যাগশিপ ফোনের চেয়ে সামান্য বড়।
টেলিফটো ক্যামেরা: পেরিস্কোপ
রেজোলিউশন: ২০০ মেগাপিক্সেল
ফোকাল লেন্থ: ১০০ মিমি, অপটিক্যাল জুম ৪.৩এক্স
অ্যাপারচার: এফ/২.৬ স্যামসাং এস৫কেএইচপি৯ সেন্সর। এটি এই মুহূর্তে বাণিজ্যিকভাবে উপলব্ধ সর্বোচ্চ-রেজোলিউশন অফারকারী টেলিফোটো সেন্সর।
এই ক্যামেরা মডিউলটি নিশ্চিত করবে যে জুম করা ছবিগুলি উচ্চ রেজোলিউশনের হবে এবং ছবিতে তথ্যের পরিমাণ বহুল হবে।
অন্যান্য ক্যামেরা: টেলিফটো ও আল্ট্রা ওয়াইড
৩এক্স টেলিফোটো লেন্স: ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৫৮ সেন্সর, মিড-রেঞ্জ জুমের জন্য সেরা।
আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স: ল্যান্ডস্কেপ বা গ্রুপ শটের জন্য ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন৫ সেন্সর।
লাইকা ইমেজিং পার্টনারশিপ: লাইকা এই স্মার্টফোনের ফটোগ্রাফিকে উন্নত করতে নতুন ইমেজিং টিউনিং, ফিল্টার এবং ফিচার যুক্ত করবে।
শাওমি ১৫ আল্ট্রা: অন্যান্য স্পেসিফিকেশন
প্রসেসর ও সফটওয়্যার: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, আরও ভালো সিপিইউ ও জিপিইউ পারফরম্যান্স পাওয়া যাবে। শাওমি ১৫ আল্ট্রা হাইপারওএস ২ কাস্টম স্কিনে চলবে, যা সুরক্ষার পাশাপাশি গ্রাফিক্স, নেটওয়ার্কিংয়ে আরও উন্নতি নিয়ে আসবে।
ব্যাটারি: এই স্মার্টফোনে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফ্ল্যাগশিপ ডিভাইসের ব্যাটারি হিসেবে যা যথেষ্ট বলে আমাদের বিশ্বাস। এর মাধ্যমে সারাদিন ব্যবহারকারীরা ব্যাকআপ পাবেন।
Xiaomi 15 Ultra Camera Features - শাওমি ১৫ আল্ট্রা প্রোফেশনাল ফটোগ্রাফি ক্যামেরা সহ আসবে। এতে কাস্টমাইজ সেন্সর ব্যবহার করা হবে। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে।