ক্যামেরায় আরও বড় চমক? Xiaomi 15 Ultra ফোনের টেলিফটো ক্যামেরা নিয়ে বড় আপডেট

Xiaomi 15 Ultra Camera - শাওমি ১৫ আল্ট্রাতে ২৩ মিলিমিটারের ফোকাল লেন্থ এবং এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে।

Ananya Sarkar 11 Nov 2024 1:23 PM IST

গত অক্টোবরের শেষের দিকে শাওমি তাদের লেটেস্ট নম্বর সিরিজের অধীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। তবে এই সিরিজে আরও একটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। আসন্ন হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি হল Xiaomi 15 Ultra। এটি আগামী বছরের গোড়ার দিকে লঞ্চ হতে চলেছে৷ ডিভাইসটি ফ্ল্যাগশিপ ফিচার সহ আকর্ষনীয় ক্যামেরা মডিউলের সাথে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই শাওমি ১৫ আল্ট্রা সর্ম্পকে বিভিন্ন তথ্য সামনে এসেছে, যার মধ্যে এর ক্যামেরা স্পেসিফিকেশনও রয়েছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার ফোনটির টেলিফটো সেন্সর সম্পর্কে আরও বিশদ তথ্য শেয়ার করেছেন।

শাওমি ১৫ আল্ট্রা ফোনের ক্যামেরা সিস্টেমের বিবরণ

শাওমি ১৫ আল্ট্রাতে ২৩ মিলিমিটারের ফোকাল লেন্থ এবং এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এটিতে দুটি টেলিফটো লেন্সও অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে একটি ৪.৩এক্স অপটিক্যাল জুম, একটি ১০০ মিলিমিটারের ফোকাল লেন্থ এবং এফ/২.৬ অ্যাপারচার সহ বিশাল ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করে।

ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এখন অন্যান্য টেলিফটো সেন্সর সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করেছেন। তবে এতে কোনও বড় আপগ্রেড দেখা যাবে না। ফোনটি শাওমি ১৪ আল্ট্রা মডেলের মতো একই সনি আইএমএক্স৮৫৮ সেন্সর সহ আসবে, যা এফ/১.৮ অ্যাপারচার এবং ১/২.৫১ ইঞ্চির সেন্সর হবে। তবে ফোকাল লেন্থ ৭৫ মিলিমিটার থেকে ৭০ মিলিমিটারে নেমেছে। ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, ফোনের ডুয়েল টেলিফটো ক্যামেরা টেলিফটো ম্যাক্রো মোড সাপোর্ট করবে এবং ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও উন্নত করতে এরসাথে একটি নতুন ক্যামেরা কিটও থাকবে। ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সরও অবস্থান করবে।

অন্যান্য স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, শাওমি ১৫ আল্ট্রা ফোনে মাইক্রো-কার্ভড এজ এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে দেখা যাবে। নিরাপত্তার জন্য, ডিসপ্লেটিতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এম্বেড করা থাকবে। শাওমি ১৫ আল্ট্রা তিনটি কালার সহ আসবে বলে শোনা যাচ্ছে - প্লেইন লেদার, ফাইবারগ্লাস বা সিরামিক। এই ফোনের একটি রেন্ডার ব্ল্যাক লেদার অপশনের সাথে অনলাইনে প্রকাশিত হয়েছে।

শক্তিশালী পারফরম্যান্সের জন্য, শাওমি ১৫ আল্ট্রা ফোনটিতে সম্ভবত লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটটি ব্যবহার করা হবে। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারিও অফার করতে পারে। সফ্টওয়্যারের দিক থেকে, এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে হাইপারওএস ২.০ (HyperOS 2.0) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story