Xiaomi-র নয়া পরিকল্পনা, কবে লঞ্চ হবে Xiaomi 15 ও Xiaomi 15 Pro
বিগত কয়েক মাস ধরেই বহুল প্রতীক্ষিত Xiaomi 15 স্মার্টফোন সিরিজ সম্পর্কে নিয়মিতভাবে তথ্য সামনে আসছে। যদিও সংস্থার...বিগত কয়েক মাস ধরেই বহুল প্রতীক্ষিত Xiaomi 15 স্মার্টফোন সিরিজ সম্পর্কে নিয়মিতভাবে তথ্য সামনে আসছে। যদিও সংস্থার কর্মকর্তাদের মুখে এখনো আসন্ন এই লাইনআপ প্রসঙ্গে কিছু শোনা যায়নি। ফলে এই সিরিজের অধীনে কয়টি মডেল আসবে বা সেগুলির নাম ও ফিচার কেযন হবে সেই বিষয়ে এতদিন নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। তবে এখন সম্পূর্ণ Xiaomi 15 সিরিজকে IMEI সার্টিফিকেশন সাইটের ডেটাবেস তালিকাভুক্ত হতে দেখা গেল। যার দরুন সিরিজের হ্যান্ডসেটগুলির নাম সহ মডেল নম্বর এবং সম্ভাব্য আঞ্চলিক উপলব্ধ সম্পর্কিত তথ্য সামনে এসেছে।
IMEI সার্টিফিকেশন সাইট উপস্থিত হল Xiaomi 15 সিরিজ
IMEI সার্টিফিকেশন সাইটে, সিরিজের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ Xiaomi 15 মোট তিনটি মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। যথা - 24129PN74G, 24129PN74I এবং 24129PN74C ৷ আবার উচ্চতর Xiaomi 15 Pro ফোনটির মডেল নম্বর 24101PNB7C।
মনে করা হচ্ছে, মডেল নম্বরের প্রথম চারটি সংখ্যা সম্ভবত ডিভাইসগুলির আনুমানিক লঞ্চের তারিখ নির্দেশ করছে। যদি সত্যি এমনটা হয়, তবে মডেল নম্বর অনুসারে Xiaomi 15 Pro (24101PNB7C) চলতি বছরের অক্টোবর মাসে লঞ্চ হবে। এক্ষেত্রে '24' -কে সাল এবং '10' সংখ্যাটিকে মাস হিসাবে ধরা হয়েছে। একই ভাবে স্ট্যান্ডার্ড Xiaomi 15 ২০২৪ সালের ডিসেম্বর মাসে আত্মপ্রকাশ করতে পারে।
দেখতে গেলে শাওমি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজগুলির স্ট্যান্ডার্ড ও প্রো ভ্যারিয়েন্টকে বরাবরই একত্রে লঞ্চ করে থাকে। কিন্তু এবছর সংস্থাটি হয়তো তাদের মার্কেটিং কৌশলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে।
এদিকে আসন্ন স্মার্টফোনগুলির মডেল নম্বর থেকে এগুলির আঞ্চলিক লভ্যতার ইঙ্গিতও পাওয়া গেছে। যেমন Xiaomi 15 Pro হয়তো শুধুমাত্র চীনের বাজারেই লঞ্চ হবে। জানিয়ে রাখি গত বছর পূর্বসূরি Xiaomi 14 Pro -এর বিক্রয় চীন অবধিই সীমাবদ্ধ ছিল। অন্যদিকে Xiaomi 15 হ্যান্ডসেটকে চীন ছাড়াও সম্ভবত ভারত ও গ্লোবাল মার্কেটে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত 'Xiaomi 15 Pro Ti Satellite' নামের আরেকটি মডেলও IMEI ডেটাবেসে উপস্থিত হয়েছে। এটি 2410DPN6CC মডেল নম্বর বহন করছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, ডিভাইসটির নামে থাকা 'Ti' অক্ষর দুটি এর টাইটানিয়াম ফ্রেম এবং 'Satellite' শব্দটি স্যাটেলাইট কানেক্টিভিটির সাপোর্ট করার ইঙ্গিত দিচ্ছে। এটি সম্ভবত Xiaomi 15 Pro স্মার্টফোনের একটি বিশেষ ভ্যারিয়েন্ট হিসাবে আসবে। তদুপরি, মডেল নম্বরের শেষে উপস্থিত "CC" নিশ্চিত করছে যে এটিও চীনের বাজারে 'এক্সক্লুসিভ' হবে।