অবশেষে Android 14 আপডেট দিতে চলেছে Xiaomi, সবার আগে পাবে এই 3 স্মার্টফোন

গুগল (Google) চলতি মাসে Android 14 Stable ভার্সন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হওয়ার পর, অরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাচারার (OEM)-গুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের…

গুগল (Google) চলতি মাসে Android 14 Stable ভার্সন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হওয়ার পর, অরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাচারার (OEM)-গুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর ভিত্তি করে তাদের সফ্টওয়্যারের একটি নতুন সংস্করণ উন্মোচন করবে। বিখ্যাত চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (Xiaomi)-ও এর ব্যতিক্রম নয়, কারণ কোম্পানিটি এমআইএইআই ১৫ (MIUI 15) সফ্টওয়্যার ভার্সনটি আগামী ১৪ আগস্টের ইভেন্টে বা তার অনতিবিলম্বে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটি ইতিমধ্যেই চীনে অভ্যন্তরীণভাবে অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক এমআইইউআই বিল্ডগুলি পরীক্ষা করছে। আর এখন, শাওমি সার্ভারে অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে গ্লোবাল মার্কেটের জন্য এমআইইউআই বিল্ডগুলিকে দেখা গেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi প্রস্তুত করেছে Android 14-ভিত্তিক MIUI গ্লোবাল বিল্ড

শাওমিইউআই-এর রিপোর্ট অনুযায়ী, শাওমি তাদের ফ্ল্যাগশিপ শাওমি ১৩, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩টি-এর জন্য অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক এমআইইউআই গ্লোবাল বিল্ড তৈরি করেছে। যদিও অ্যান্ড্রয়েড সংস্করণটি সাম্প্রতিকতম, তবে সফ্টওয়্যারটি এখনও আগের এমআইইউআই ১৪-ই।

এই বিল্ডগুলিকে অফিসিয়াল শাওমি সার্ভারে স্পট করা গেছে। এগুলি নিম্নলিখিত বিল্ড নম্বর বহন করে –

শাওমি ১৩ – MIUI-V14.0.0.1.UMCMIXM

শাওমি ১৩ প্রো – MIUI-V14.0.0.1.UMBMIXM

শাওমি ১২টি – MIUI-V14.0.0.1.ULQMIXM

উল্লিখিত এমআইইউআই বিল্ডগুলি আগামী দিনে প্রাথমিকভাবে এমআই পাইলট টেস্টারদের জন্য উপলব্ধ হবে বলে আশা করা যায়। তারপর, এগুলি তাদের স্থিতিশীলতার ওপর নির্ভর করে ধীরে ধীরে সাধারণ ব্যবহারকারীদের কাছে রোল আউট করা হবে। এই বিল্ডগুলি অন্যান্য আঞ্চলিক বিল্ডগুলির সাথেও যোগদান করবে।

যদিও, শাওমির তরফে এখনও এসম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্রই কোম্পানি বিষয়টি নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। এর পরই, Android 14 আপডেটের জন্য যোগ্য ডিভাইসগুলির সঠিক তালিকা এবং তাদের আপডেটের টাইমলাইন সম্পর্কে জানা যাবে। আশা করা যায়, শাওমি আগের বছরের তুলনায় দ্রুত আপডেট প্রদান করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন