Xiaomi আনছে বাটন ছাড়া MIX সিরিজের ফোন, ডিসপ্লের মধ্যে লুকানো থাকবে সেলফি ক্যামেরা

গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে Xiaomi একটি অভিনব ডিজাইনের স্মার্টফোন নিয়ে কাজ করছে। যদিও এর বিশেষত্ব জানা এতদিন সম্ভব...
techgup 6 Sept 2024 2:51 PM IST

গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছে Xiaomi একটি অভিনব ডিজাইনের স্মার্টফোন নিয়ে কাজ করছে। যদিও এর বিশেষত্ব জানা এতদিন সম্ভব হয়নি। তবে আজ Xiaomi-র বাটনবিহীন ফোনের এক ঝলক দেখা গেছে। আজ্ঞে হ্যাঁ! জনপ্রিয় ব্র্যান্ডটি এমন একটি ফোন তৈরি করছে যাতে কোনও ফিজিক্যাল বাটন থাকবে না। আর এই ডিভাইসের সেলফি ক্যামেরা থাকবে স্ক্রিনের ভিতরে।

জানিয়ে রাখি Xiaomi প্রায় দেড় বছর আগে একটি ফোনের প্রোটোটাইপ দেখিয়েছিল, যাতে কোনো ফিজিক্যাল বাটন ছিল‌ না, তবে এরপর আর এই ডিভাইসের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এখন সংস্থার তরফে একই ধরনের ফিজিক্যাল বাটন ছাড়াই একটি মডেলের টিজার প্রকাশ করা হয়েছে। আর এটিও একটি প্রোটোটাইপ, তাই এটি বাজারে লঞ্চ হয় কিনা তা দেখতে হবে। নতুন এই স্মার্টফোনের কোডনেম 'ওয়াংশু'।

আরও পড়ুন : মাত্র 11999 টাকায় Samsung এর জনপ্রিয় 5G স্মার্টফোন, কোটি কোটি মানুষ কিনেছেন

ছবিতে ফিজিক্যাল বাটন বিহীন ফোনে Xiaomi MIX এর ব্র্যান্ডিং দেখা গেছে

শাওমির বাটন বিহীন 'ওয়াংশু' কোডনেমের প্রোটোটাইপ স্মার্টফোনে কোনো পাওয়ার বা ভলিউম বাটন দেখা যায়নি। তবে ছবিতে দেখা গেছে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হবে। আবার এই ডিভাইসে 200W চার্জিং সাপোর্ট ছাড়াও আন্ডার-স্ক্রিন সেলফি ক্যামেরা পাওয়া যাবে। অর্থাৎ, এর ক্যামেরা স্ক্রিনের ভিতরে লুকানো থাকবে। এর ফোনের ব্যাক প্যানেলে Xiaomi MIX ব্র্যান্ডিং লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন : Samsung-এর ডাবল ধামাকা, অসাধারণ ফোনের সঙ্গে আনছে ফ্ল্যাগশিপ ট্যাবলেট

তবে অনেকেই মনে করছেন এটি Xiaomi-র নতুন ডিভাইস নয়, বরং ‌এটি দেড় বছর আগের পুরাতন প্রোটোটাইপের ঝলক দেখানো হয়েছে। হয়তো এবার এটি বাজারে আসবে। যদিও সংস্থার তরফে এর লঞ্চ নিয়ে কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story