Xiaomi CIVI 2 টেক্কা দেবে Oppo, Vivo দের, এই দিন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

শাওমি গতবছর তরুণ প্রজন্মের মহিলা গ্রাহকদের উদ্দেশ্য করে স্টাইলিস ডিজাইন ও অভিনব কালার অপশনের সাথে Xiaomi CIVI স্মার্টফোন...
Anwesha Nandi 21 Sept 2022 7:44 PM IST

শাওমি গতবছর তরুণ প্রজন্মের মহিলা গ্রাহকদের উদ্দেশ্য করে স্টাইলিস ডিজাইন ও অভিনব কালার অপশনের সাথে Xiaomi CIVI স্মার্টফোন সিরিজটি চীনের মার্কেটে উন্মোচন করেছিল। এই মহিলা-কেন্দ্রিক লাইনআপে গতবছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Xiaomi CIVI এবং এবছর এপ্রিল মাসে উন্মোচিত CIVI 1S মডেলটি অন্তর্ভুক্ত রয়েছে। আর আজ (২১ সেপ্টেম্বর) সংস্থার তরফে Xiaomi CIVI 2-এর আগমন নিশ্চিত করা হয়েছে। আগামী সপ্তাহেই চীনা বাজারে লঞ্চ হতে চলেছে এই ব্র্যান্ড-নিউ হ্যান্ডসেটটি। চলুন লঞ্চের আগে, Xiaomi CIVI 2 সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Xiaomi CIVI 2 চলতি মাসেই আসছে চীনা বাজারে

শাওমি ঘোষণা করেছে যে, আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টায় (স্থানীয় সময়) চীনে শাওমি সিভি ২ হ্যান্ডসেটটি লঞ্চ করা হবে। এর পাশাপাশি কোম্পানি একটি টিজার পোস্টারও শেয়ার করেছে, যা প্রকাশ করে যে সিভি ২ প্রত্যাশামতোই একটি আকর্ষণীয় রিয়ার ডিজাইনের সাথে আসবে। আশা করা হচ্ছে, শাওমি খুব শীঘ্রই সিভি ২-এর সম্পূর্ণ ডিজাইনের পাশাপাশি এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করতে আরও কিছু প্রোমোশনাল টিজার প্রকাশ করবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ এই নয়া হ্যান্ডসেটটির প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

শাওমি সিভি ২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Xiaomi CIVI 2 Expected Specifications)

রিপোর্ট অনুসারে, শাওমি সিভি ২-এ ৬.৫৬ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিসপ্লে ডিজাইনের পরিপ্রেক্ষিতে, এই ফোনে সেন্টার্ড পাঞ্চ-হোল কাট-আউট সহ একটি কার্ভড এজ ডিসপ্লে দেখা যাবে। শাওমি সিভি ২ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি সিভি-তে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেখানে সিভি ১এস-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসরটি। নতুন সিভি মডেলে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইএইআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi CIVI 2-এ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi CIVI 2 ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story