অভিনব ডিজাইন সহ দুর্দান্ত ফিচার, লঞ্চের আগেই Xiaomi CIVI 2 নিয়ে আগ্রহ বাড়ছে

জনপ্রিয় ইলেক্ট্রনিক্স নির্মাতা শাওমি বর্তমানে গত বছর সেপ্টেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া স্টাইলিস রিয়ার ডিজাইন...
Anwesha Nandi 24 Sept 2022 1:56 PM IST

জনপ্রিয় ইলেক্ট্রনিক্স নির্মাতা শাওমি বর্তমানে গত বছর সেপ্টেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ হওয়া স্টাইলিস রিয়ার ডিজাইন যুক্ত মহিলা-কেন্দ্রিক স্মার্টফোন, Xiaomi CIVI-এর উত্তরসূরি মডেলটি হোম মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ ইতিমধ্যেই ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়েছে যে, Xiaomi CIVI 2 আগামী ২৭ সেপ্টেম্বর চীনে আত্মপ্রকাশ করবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি Xiaomi CIVI মডেলটি ছিল একটি চায়না-এক্সক্লুসিভ হ্যান্ডসেট। তবে সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, আসন্ন CIVI 2 একটি ভিন্ন নামে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন আসন্ন লঞ্চের আগে, নতুন শাওমি ফোনটির লাইভ ইমেজগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা এর সম্পূর্ণ ডিজাইনটি প্রদর্শন করেছে।

ফাঁস হল Xiaomi CIVI 2-এর লাইভ ইমেজ

টুইটার ইউজার মিরেই (Mirei) তার সাম্প্রতিক টুইটে শাওমি সিভি ২-এর লাইভ ইমেজ শেয়ার করেছেন যা এর ফ্রন্ট এবং রিয়ার- উভয় প্যানেলেরই ডিজাইন প্রকাশ করেছে। লাইভ ইমেজ অনুযায়ী, ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি অভিনব তরঙ্গায়িত প্যাটার্ন রয়েছে। আর রিয়ার শেলের বাম কোণে তিনটি সেন্সর ও একটি ফ্ল্যাশ মডিউল সহ ক্লিন-লুকিং ক্যামেরা আইল্যান্ড অবস্থান করছে। ডিভাইসটির সামনে সরু বেজেল এবং আইফোন ১৪ প্রো-এর মতো পিল আকৃতির ক্যামেরা কাটআউট রয়েছে। ছবিটি নিশ্চিত করে যে, শাওমি সিভি ২ একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ আসবে।

https://twitter.com/lostone7420/status/1572915214231932928

শাওমি সিভি ২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Xiaomi CIVI 2 Expected Specifications

শাওমি সিভি ২-এ ৬.৫৬ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi CIVI 2-এ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ (OIS) ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে। আর সেলফির জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi CIVI 2-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। পরিশেষে শাওমি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ৭.২৩ মিলিমিটার স্লিম এবং এর ওজন হবে ১৭১ গ্রাম।

Show Full Article
Next Story