একবার দেখলেই ফিদা হয়ে যাবেন, অসাধারণ ডিজাইন ও ফিচার্স নিয়ে Xiaomi Civi 3 লঞ্চ হচ্ছে 25 মে
বিগত কয়েকদিন ধরেই শাওমি (Xiaomi)-এর Civi সিরিজের পরবর্তী প্রজন্মের মডেলটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। মহিলা...বিগত কয়েকদিন ধরেই শাওমি (Xiaomi)-এর Civi সিরিজের পরবর্তী প্রজন্মের মডেলটিকে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। মহিলা ক্রেতাদের কথা মাথায় রেখে Civi সিরিজের ফোনগুলিতে স্টাইলিশ ডিজাইন এবং উন্নত সেলফি ক্যামেরা দেওয়া থাকে। গত বছর সেপ্টেম্বর মাসের শেষে কোম্পানি Xiaomi Civi 2 মডেলটি লঞ্চ করে। আর এবার অবশেষে, শাওমি চীনের মার্কেটের জন্য এর উত্তরসূরি Civi 3-এর লঞ্চের তারিখটি ঘোষণা করেছে। বহু প্রতীক্ষিত ফোনটি চলতি সপ্তাহেই হোম মার্কেটে পা রাখতে চলেছে। এর পাশাপাশি ব্র্যান্ডের তরফে একটি নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে, যা এর আকর্ষণীয় ব্যাক প্যানেলের ফার্স্ট লুক সামনে এনেছে।
Xiaomi Civi 3-এর লঞ্চের তারিখ ও ডিজাইন প্রকাশ
শাওমি সিভি ৩ চীনে আগামী ২৫ মে দুপুর ২ টায় (স্থানীয় সময়) আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। কোম্পানি দ্বারা শেয়ার করা আরেকটি টিজার ফোনটির পিছনের দিকেট ডিজাইনটি তুলে ধরেছে প্রদর্শন। নতুন পোস্টার দেখায় যে হ্যান্ডসেটটিতে ডুয়েল-টোন ডিজাইন এবং গোব ক্যামেরা মডিউল রয়েছে, যা পূর্বসূরি মডেলগুলির ডিজাইন থেকে সম্পূর্ণ আলাদা এবং খুব আকর্ষণীয়। নতুন শাওমি সিভি ৩ এর ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর অবস্থান করবে বলে মনে করা হচ্ছে।
শাওমি সিভি ৩ চীনের বাজারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০-আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করবে, যা লঞ্চের পর ওপ্পো রেনো ১০ প্রো এবং ভিভো এস১৭ প্রো-এর হ্যান্ডসেটগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। সাম্প্রতিক প্রতিবেদনগুলি এই নয়া শাওমি ফোনটির সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে৷ আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Xiaomi Civi 3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুসারে, Xiaomi Civi 3-এ ৬.৫৫ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই স্ক্রিনে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০-আল্ট্রা চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, Xiaomi Civi 3-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০০ প্রাইমারি ক্যামেরা যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। আর স্ক্রিনের ওপরে অবস্থিত পিল-আকৃতির ক্যামেরা কাটআউটটি একটি ৩২ মেগাপিক্সেলের প্রধান সেলফি ক্যামেরা এবং একটি ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দ্বারা সজ্জিত হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Civi 3-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা সম্ভবত ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে।