নতুন স্মার্টফোনের সঙ্গে মেকআপ কিট বিলকুল ফ্রি, বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের হাত ধরল Xiaomi

শাওমি কয়েকদিন আগেই চীনে তাদের ফ্ল্যাগশিপ গ্রেড ফোন Xiaomi Civi 3 লঞ্চ করেছে। মূলত মহিলা ক্রেতাদের লক্ষ্য করে আগত Civi...
Ananya Sarkar 31 May 2023 5:18 PM IST

শাওমি কয়েকদিন আগেই চীনে তাদের ফ্ল্যাগশিপ গ্রেড ফোন Xiaomi Civi 3 লঞ্চ করেছে। মূলত মহিলা ক্রেতাদের লক্ষ্য করে আগত Civi সিরিজের এই নয়া মডেলটি আকর্ষণীয় ডিজাইন ও ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপের সাথে এসেছে। আর কোম্পানি এখন Civi 3-এর একটি কাস্টম গিফট বক্স এডিশন প্রকাশ করেছে। নতুন ভার্সনটি শাওমি এবং জনপ্রিয় চীনা ফ্যাশন ব্র্যান্ড, ইনটু ইউ এর যৌথ উদ্যোগের ফসল। Xiaomi Civi 3-এর গিফ্টবক্সটি কি কি অফার করছে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi Civi 3 এবং INTO YOU-এর কাস্টম গিফ্ট বক্স এল বাজারে

শাওমি সিভি ৩ কাস্টম গিফট বক্সে মূল স্মার্টফোনের পাশাপাশি একটি শাওমি ব্যান্ড ৮ ফিটনেস ট্র্যাকার, ইনটু ইউ লিপ ক্লে ইএমo৫, ইনটু ইউ লুস পাউডার পি১ এবং ইনটু ইউ আইশ্যাডো প্যালেট ওয়াইবি০১ অন্তর্ভুক্ত রয়েছে৷ স্মার্টফোনটিতে ডুয়েল কালার ডিজাইন রয়েছে এবং এটি চারটি কালার ভ্যারিয়েন্টে বাজারে এসেছে - রোজ পার্পল, অ্যাডভেঞ্চার গোল্ড, মিন্ট গ্রিন এবং কোকোনাট গ্রে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, শাওমি সিভি ৩-এ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে বর্তমান, যা ২,৪০০×১,০৮০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এছাড়াও, এই ডিসপ্লেটি ১২-বিট কালার ডেপ্থ এবং ১,৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi Civi 3-এর রিয়ার প্যানেলে এফ/১.৭৭ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা আছে। পোর্ট্রেট, নাইট সিন, এইচডিআর এবং কন্টিনিউয়াস শুটিং মোড-এর মতো একাধিক ফটোগ্রাফি ফিচার পাবেন ইউজাররা।

চীনে Xiaomi Civi 3-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,১০০ টাকা)। এছাড়াও, এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৪০০ টাকা) এবং টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলটি ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৯০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে।

Show Full Article
Next Story