Xiaomi Civi 3: বাজার হবে তোলপাড়, এই প্রথম ফোনে 32MP ডুয়াল সেলফি ক্যামেরা
গত বছর সেপ্টেম্বর মাসে শাওমি আকর্ষণীয় ডিজাইন এবং ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপের সাথে Xiaomi Civi 2 স্মার্টফোনটি লঞ্চ...গত বছর সেপ্টেম্বর মাসে শাওমি আকর্ষণীয় ডিজাইন এবং ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপের সাথে Xiaomi Civi 2 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এর আগে লঞ্চ হওয়া পূর্বসূরি Xiaomi Civi এবং Civi 1S ফোনগুলির মতো, Civi 2-ও মহিলাদের সম্ভাব্য ক্রেতা হিসাবে ধরে বাজারে পা রাখে। এটি শুধুমাত্র শাওমির হোম মার্কেট চীনেই উপলব্ধ। আর এখন এক টিপস্টারের সৌজন্যে Civi 2-এর উত্তরসূরি, আসন্ন Xiaomi Civi 3-এর মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Xiaomi Civi 3-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, শাওমি সিভি ৩-এ কার্ভড এজ সহ ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর স্ক্রিনের ওপরে সম্ভবত ডুয়েল ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পিল-আকৃতির কাটআউট অবস্থান করবে। এছাড়াও জানা গেছে যে, সিভি ৩-এর সামনে একজোড়া সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে, যাদের প্রত্যেকের রেজোলিউশন হবে ৩২ মেগাপিক্সেল। কম-আলোতে উজ্জ্বল সেলফি তোলার জন্য বর্তমান শাওমি সিভি ২-এ ডুয়েল ফ্রন্ট-ফায়ারিং এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। সিভি ৩-এর সামনেও ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।
অন্যদিকে, ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে সনি আইএমএক্স৮০০ প্রাইমারি ক্যামেরা থাকবে। তবে টিপস্টার বলেছেন যে, সিভি ৩-এর সহায়ক ক্যামেরাগুলিতে কোনও আপগ্রেড দেখা যাবে না। জানিয়ে রাখি, শাওমি সিভি ২-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রধান ক্যামেরা, একটি ২০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, আগের সমস্ত Civi মডেলগুলিতে স্ন্যাপড্রাগন ৭-সিরিজের চিপসেট ব্যবহৃত হয়েছিল। তবে, অনুমান করা হচ্ছে যে Xiaomi Civi 3 মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে। এ ক্ষেত্রে ডাইমেনসিটি ৮২০০ প্রসেসরের নামই শোনা যাচ্ছে। এগুলি ছাড়া, Xiaomi Civi 3-এর বাকি স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় Xiaomi Civi 2-এর দাম ছিল ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৮৫০ টাকা)। আশা করা হচ্ছে, এর উত্তরসূরিটিও একই রকম দামে বাজারে আসবে।