MediaTek-কে ভরসা, Xiaomi-র নতুন স্মার্টফোনে Qualcomm প্রসেসর থাকছে না
শাওমি (Xiaomi) গত বছর সেপ্টেম্বর মাসে মহিলা ক্রেতাদের লক্ষ্য করে CIVI 2 নামে একটি সুন্দর স্মার্টফোন লঞ্চ করেছিল। যার...শাওমি (Xiaomi) গত বছর সেপ্টেম্বর মাসে মহিলা ক্রেতাদের লক্ষ্য করে CIVI 2 নামে একটি সুন্দর স্মার্টফোন লঞ্চ করেছিল। যার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে CIVI 2s নামে আরও একটি নতুন ফোন শাওমি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। আবার চলতি বছরের দ্বিতীয়ার্ধে CIVI 2-এর উত্তরসূরি হিসেবে CIVI 3 আনতে পারে সংস্থাটি। জল্পনা বাড়িয়ে লঞ্চের আগেই এখন এক চীনা টিপস্টার Xiaomi CIVI 3 সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
প্রকাশ্যে এল Xiaomi CIVI 3-এর মূল স্পেসিফিকেশন
শাওমি সিভি ৩-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে না। পরিবর্তে, এটি ফ্ল্যাগশিপ গ্রেড ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে। ফোনের ডিসপ্লে ২কে (2K) রেজোলিউশন সাপোর্ট করবে না, যার অর্থ এটি বর্তমান প্রজন্মের মতোই ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়া টিপস্টার সিভি ৩-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি অজানা।
প্রসঙ্গত, শাওমি-এর সিভি সিরিজের হ্যান্ডসেটগুলি তাদের আকর্ষণীয় ডিজাইনের জন্য পরিচিত। সেপ্টেম্বরে লঞ্চ হওয়া সিভি ২ কার্ভড এজযুক্ত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে এবং এর ওপরের কেন্দ্রে ডুয়েল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার জন্য পিল-আকৃতির কাটআউট রয়েছে। পরবর্তী প্রজন্মের সিভি ৩-এ একই ডিজাইন দেখা যাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
বলে রাখা, শাওমি বিশ্ববাজারের জন্য Xiaomi 13 Lite-এর ওপর কাজ করছে বলে জানা গেছে। এটি খুব শীঘ্রই বাজারে আসবে বলে মনে করা হচ্ছে, কারণ এটিকে ইতিমধ্যেই আইএমইআই (IMEI) ডেটাবেস এবং গুগল প্লে কনসোল (Google Play Console)-এ দেখা গেছে। মনে করা হচ্ছে, Xiaomi 13 Lite হবে CIVI 2-এর আপগ্রেড করা সংস্করণ।
Xiaomi 13 lite মডেলটি ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেলের সাথে আসতে পারে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। আর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করতে পারে।
ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে চলবে।