Xiaomi Civi 3 এর লঞ্চ এ মাসেই, নজরকাড়া ডিজাইন সহ উন্নত প্রসেসর ও চমৎকার ক্যামেরা থাকবে

শাওমি (Xiaomi) চীনা বাজারে তাদের পরবর্তী Civi-ব্র্যান্ডেড স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যা প্রধানত নবীন প্রজন্মের মহিলাদের পছন্দের কথা মাথায় রেখে…

শাওমি (Xiaomi) চীনা বাজারে তাদের পরবর্তী Civi-ব্র্যান্ডেড স্মার্টফোনটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যা প্রধানত নবীন প্রজন্মের মহিলাদের পছন্দের কথা মাথায় রেখে স্টাইলিশ ডিজাইন, আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট এবং অসাধারণ ক্যামেরা সহ বাজারে আসে। Civi-সিরিজের আসন্ন হ্যান্ডসেটটি Civi 2s নামে বাজারে আসবে, নাকি এটিকে Civi 3 বলা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Xiaomi Civi 3 চলতি মাসের শেষের দিকে আত্মপ্রকাশ করবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi Civi 3 চলতি মাসেই চীনা বাজারে পা রাখতে পারে

শাওমিইউআই-এর দাবি, আসন্ন শাওমি সিভি ৩-এর অভ্যন্তরীণ এমআইইউআই (MIUI) বিল্ড হল 14.0.3.0.TMICNXM। এটি ইঙ্গিত দেয় যে স্মার্টফোনটি মে মাসের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করতে পারে৷ এমনকি শাওমিইউআই নির্দিষ্টভাবে জানিয়েছে যে, সিভি ৩ আগামী ৩০ মে লঞ্চ হবে। যদিও কোম্পানির তরফে এখনও লঞ্চের তারিখ সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই এবিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, 23046PNC9C মডেল নম্বর সহ একটি শাওমি ডিভাইস সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে এবং এটি শাওমি সিভি ৩ নামে বাজারে আসবে বলে জানা গেছে। সার্টিফিকেশন তালিকাটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি ৬৭ ওয়ায় ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ৩সি-এর তালিকায় ডিভাইসটির সম্পর্কে আর কোন অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

তবে, ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে Xiaomi Civi 3-এর কয়েকটি মূল স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। যেমন এতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লেতে কার্ভড এজ এবং একটি পিল-আকৃতির ক্যামেরা কাটআউট দেখা যেতে পারে। আর এই কাটআউটের মধ্যে সম্ভবত একজোড়া ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। Xiaomi Civi 3 মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। আর এর রিয়ার প্যানেলে অপ্টিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি সনি আইএমএক্স 8-সিরিজের ক্যামেরা অবস্থান করবে বলে জানা গেছে। এগুলি ছাড়া, Civi 3-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি এখনও অজানাই রয়েছে। মনে করা হচ্ছে, এটি তার পূর্বসূরির ধারা বজায় রেখে শুধুমাত্র চীনা বাজারেই বিক্রির জন্য উপলব্ধ হবে।

উল্লেখ্য, Xiaomi Civi 3 একমাত্র ফোন নয় যা চলতি মাসে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে যে, Realme 11 Pro লাইনআপ, iQOO Neo 8 লাইনআপ, Honor 90 সিরিজ, Vivo S17 সিরিজ এবং Oppo Reno 10 লাইনআপে অন্তর্ভুক্ত ডিভাইসগুলি এমাসে তাদের হোম মার্কেটে আত্মপ্রকাশ করবে।