দেখলে প্রেমে পড়তে বাধ্য! অসাধারণ লুক ও দুর্ধর্ষ সেলফি ক্যামেরার সঙ্গে Xiaomi Civi 3 লঞ্চ হল
শাওমি (Xiaomi) প্রত্যাশা মতোই আজ (২৫ মে) তাদের Civi সিরিজের নতুন স্মার্টফোন, Xiaomi Civi 3-এর ওপর থেকে আনুষ্ঠানিকভাবে...শাওমি (Xiaomi) প্রত্যাশা মতোই আজ (২৫ মে) তাদের Civi সিরিজের নতুন স্মার্টফোন, Xiaomi Civi 3-এর ওপর থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা সরিয়েছে। চীনের মার্কেটে লঞ্চ হওয়া এই ডিভাইসটি Xiaomi Civi 2-এর উত্তরসূরি হিসেবে এসেছে। নবাগত Civi 3 স্টাইলিশ লুকের পাশাপাশি ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek-এর অক্টা-কোর প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম অফার করে। এছাড়াও, শাওমির এই হ্যান্ডসেটটির পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং সামনে ডুয়েল ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আসুন এই ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Xiaomi Civi 3-এর স্পেসিফিকেশন এবং ফিচার
শাওমি সিভি ৩-এ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এর ডিসপ্লে প্যানেলে ১,৫০০ নিট ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর১০+ সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা রয়েছে। ডিভাইসটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা মালি-জি৬১০ জিপিইউ-এর সাথে যুক্ত। শাওমি সিভি ৩-এ সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে।
ফটোগ্রাফির জন্য, শাওমি সিভি ৩-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে এফ/১.৭৭ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০০ সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে৷ আর ডিভাইসের সামনে একটি পিল-আকৃতির কাটআউট রয়েছে, যার মধ্যে ডুয়াল সেলফি ক্যামেরা দেখা যায়।
ফ্রন্ট ক্যামেরা সেটআপে এফ/২.০ অ্যাপারচার এবং অটোফোকাস সহ একটি ৩২ মেগাপিক্সেলের প্রধান লেন্স এবং আরেকটি ৩২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। এই ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটিতে ইলেক্ট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট এবং এফ/২.৪ অ্যাপারচার রয়েছে। শাওমি সিভি ৩-এর ফ্রন্ট ও রিয়ার ক্যামেরাগুলি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে 4K ভিডিও রেকর্ড করতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Civi 3-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, হ্যান্ডসেটটিতে ৫জি, ৪জি, ডুয়েল-সিম কার্ড স্লট, এনএফসি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। Xiaomi Civi 3-এ নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নত অডিওর আউটপুটের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট ও হাই-রেস ওয়্যারলেস অডিও সার্টিফিকেশন রয়েছে।
Xiaomi Civi 3-এর মূল্য ও লভ্যতা
চীনের বাজারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ Xiaomi Civi 3-এর বেস মডেলটির দাম রাখা হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৩০০ টাকা)। আর এর ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৬০০ টাকা) এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,২০০ টাকা)।
Xiaomi Civi 3 আজ থেকে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এটিকে রোজ পার্পল, মিন্ট গ্রিন, অ্যাডভেঞ্চার গোল্ড এবং কোকোনাট অ্যাশ- এই চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে ডিভাইসটি ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হবে কিনা, সেসম্পর্কে শাওমির তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।