দেখলে প্রেমে পড়তে বাধ্য! অসাধারণ লুক ও দুর্ধর্ষ সেলফি ক্যামেরার সঙ্গে Xiaomi Civi 3 লঞ্চ হল

শাওমি (Xiaomi) প্রত্যাশা মতোই আজ (২৫ মে) তাদের Civi সিরিজের নতুন স্মার্টফোন, Xiaomi Civi 3-এর ওপর থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা সরিয়েছে। চীনের মার্কেটে লঞ্চ হওয়া এই…

শাওমি (Xiaomi) প্রত্যাশা মতোই আজ (২৫ মে) তাদের Civi সিরিজের নতুন স্মার্টফোন, Xiaomi Civi 3-এর ওপর থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা সরিয়েছে। চীনের মার্কেটে লঞ্চ হওয়া এই ডিভাইসটি Xiaomi Civi 2-এর উত্তরসূরি হিসেবে এসেছে। নবাগত Civi 3 স্টাইলিশ লুকের পাশাপাশি ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek-এর অক্টা-কোর প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬ জিবি পর্যন্ত র‍্যাম অফার করে। এছাড়াও, শাওমির এই হ্যান্ডসেটটির পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ এবং সামনে ডুয়েল ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আসুন এই ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Xiaomi Civi 3-এর স্পেসিফিকেশন এবং ফিচার

শাওমি সিভি ৩-এ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এর ডিসপ্লে প্যানেলে ১,৫০০ নিট ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর১০+ সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা রয়েছে। ডিভাইসটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা মালি-জি৬১০ জিপিইউ-এর সাথে যুক্ত। শাওমি সিভি ৩-এ সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, শাওমি সিভি ৩-এর রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যার মধ্যে এফ/১.৭৭ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০০ সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে৷ আর ডিভাইসের সামনে একটি পিল-আকৃতির কাটআউট রয়েছে, যার মধ্যে ডুয়াল সেলফি ক্যামেরা দেখা যায়।

ফ্রন্ট ক্যামেরা সেটআপে এফ/২.০ অ্যাপারচার এবং অটোফোকাস সহ একটি ৩২ মেগাপিক্সেলের প্রধান লেন্স এবং আরেকটি ৩২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। এই ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটিতে ইলেক্ট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট এবং এফ/২.৪ অ্যাপারচার রয়েছে। শাওমি সিভি ৩-এর ফ্রন্ট ও রিয়ার ক্যামেরাগুলি ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে 4K ভিডিও রেকর্ড করতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Civi 3-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য, হ্যান্ডসেটটিতে ৫জি, ৪জি, ডুয়েল-সিম কার্ড স্লট, এনএফসি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। Xiaomi Civi 3-এ নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং উন্নত অডিওর আউটপুটের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট ও হাই-রেস ওয়্যারলেস অডিও সার্টিফিকেশন রয়েছে।

Xiaomi Civi 3-এর মূল্য ও লভ্যতা

চীনের বাজারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ Xiaomi Civi 3-এর বেস মডেলটির দাম রাখা হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৩০০ টাকা)। আর এর ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩১,৬০০ টাকা) এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,২০০ টাকা)।

Xiaomi Civi 3 আজ থেকে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এটিকে রোজ পার্পল, মিন্ট গ্রিন, অ্যাডভেঞ্চার গোল্ড এবং কোকোনাট অ্যাশ- এই চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে ডিভাইসটি ভারত সহ বিশ্ববাজারে লঞ্চ হবে কিনা, সেসম্পর্কে শাওমির তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন