দেখলে মুগ্ধ হবেন, চোখজুড়ানো রূপে হাজির Xiaomi Civi 4 Pro ডিজনি প্রিন্সেস এডিশন

শাওমি গত মার্চ মাসে Xiaomi Civi 4 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। কয়েকদিন আগেই জানা গেছে যে, ডিজনির সাথে যৌথভাবে নির্মিত...
Ananya Sarkar 28 Jun 2024 5:46 PM IST

শাওমি গত মার্চ মাসে Xiaomi Civi 4 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। কয়েকদিন আগেই জানা গেছে যে, ডিজনির সাথে যৌথভাবে নির্মিত এই হ্যান্ডসেটের একটি বিশেষ সংস্করণ শীঘ্রই বাজারে বাজারে আসবে, যার নাম Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition। সম্প্রতি টিজার প্রকাশের পর আজ অবশেষে হ্যান্ডসেটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে শাওমি। Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition মডেলে একই স্পেসিফিকেশন থাকলেও, এটির পিছনে ডিজনি প্রিন্সেস অনুপ্রাণিত একটি আকর্ষণীয় ডিজাইন দেখা যায়। এই ফোনটি মূলত মহিলা ইউজারদের লক্ষ্য করে। আসুন Xiaomi Civi 4 Pro ফোনের বিশেষ সংস্করণটির দাম, ডিজাইন এবং অন্যান্য বিবরণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

লঞ্চ হল Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition

শাওমি সিভি ৪ প্রো ডিজনি প্রিন্সেস লিমিটেড এডিশনের ডিজাইনটি ডিজনির ক্লাসিক গল্প "স্নো হোয়াইট" থেকে অনুপ্রাণিত। তবে, ডিজাইনটি গল্পের মুখ্য চরিত্র স্নো হোয়াইটকে কেন্দ্র করে তৈরি নয়, এটি ব্ল্যাক কুইনকে তুলে ধরে। এজন্য ফোন এবং প্যাকেজিং গাঢ় বেগুনি রঙের।

শাওমি সিভি ৪ প্রো ডিজনি প্রিন্সেস সংস্করণের পিছনের অংশটি " মিরর অফ ট্রুথ" নামক একটি অলঙ্করণের সাথে ডিজাইন করা হয়েছে। এটি জাদুময় ডার্ক প্যাটার্ন দ্বারা বেষ্টিত, যা এটিকে আলাদা করে তোলে। ফোনের অ্যাক্সেসরিগুলিও গাঢ় বেগুনি রঙের। এমনকি প্যাকেজিং বক্সে স্নো হোয়াইট গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপদান “বিষ আপেল”-এর আকৃতির হ্যান্ড রেস্ট রয়েছে, যা অফিসিয়াল কাস্টমাইজড ফোন কেসের সাথে ব্যবহার করার সময় সরাসরি ফোনের পিছনে সংযুক্ত করা যেতে পারে।

ডিজাইন ছাড়া, Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition ফোনের ইউজার ইন্টারফেসে এই বিশেষ সংস্করণের থিম দেখতে পাওয়া যাবে। সিস্টেম ইন্টারফেস "প্রিন্সেস এবং কুইন" থিমের দুটি সেটের সাথে এসেছে। ইউজাররা হালকা এবং ডার্ক মোডের মধ্যে স্যুইচ করার সাথে সাথে একটি পরিবর্তনও লক্ষ্য করবেন। তবে এগুলি ছাড়া ফোনের বাদবাকি স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড মডেলের মতোই।

Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition ফোনের স্পেসিফিকেশন এবং দাম

Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition ফোনে ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১,২৩৬ × ২,৭৫০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি ডলবি ভিশন, ৩,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।

ক্যামেরা হল Xiaomi Civi 4 Pro সিরিজের অন্যতম হাইলাইট। Disney Princess Limited Edition মডেলের সামনে ২৬ মিলিমিটারের ফোকাল দৈর্ঘ্য সহ একটি প্রধান সেলফি ক্যামেরা এবং ১০০ ডিগ্রির ভিউয়িং অ্যাঙ্গেল সহ একটি ওয়াইড-এঙ্গেল সেলফি ক্যামেরা অবস্থান করছে। সামনের দুটি ক্যামেরাই ৩২ মেগাপিক্সেলের রেজোলিউশন অফার করে।

ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটি এফ/১.৬ অ্যাপারচার, ১/১.৫৫ ইঞ্চির সেন্সর সাইজ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ এসেছে। অপর ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাটি হল একটি ২x টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলেরটি হল একটি আল্ট্রাওয়াইড সেন্সর৷ পারফরম্যান্সের জন্য, Xiaomi Civi 4 Pro Disney Princess Limited Edition ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেটে চলে, যা কোয়ালকমের সাম্প্রতিক ফ্ল্যাগশিপ চিপসেটের সামান্য কাট-ডাউন সংস্করণ।

দাম সম্পর্কে বললে, চীনের বাজারে ফোনটি শুধুমাত্র ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে এবং এর দাম রাখা হয়েছে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৭৭০ টাকা)। Xiaomi Civi 4 Pro ভারতীয় বাজারে Xiaomi 14 Civi নামে উপলব্ধ। তবে এই বিশেষ সংস্করণটি হোম মার্কেট চীনেই সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story