ক্যামেরা মুগ্ধ করবে! লঞ্চের 1 দিন আগেই Xiaomi-র নয়া ফোনের ফিচার্স প্রকাশ হল
শাওমি আগামীকাল (21 মার্চ) তাদের মহিলা-কেন্দ্রিক Civi সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসাবে Xiaomi Civi 4 Pro লঞ্চ করতে...শাওমি আগামীকাল (21 মার্চ) তাদের মহিলা-কেন্দ্রিক Civi সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসাবে Xiaomi Civi 4 Pro লঞ্চ করতে চলেছে। লঞ্চের একদিন আগে এখন কোম্পানি ক্রেতাদের আগ্রহ দ্বিগুণ করতে এই স্টাইলিশ ডিজাইনের হ্যান্ডসেটটির ক্যামেরা সিস্টেমটি টিজ করেছে। Xiaomi Civi 4 Pro-এর ক্যামেরায় বড় এফ/1.63 অ্যাপারচার সহ Leica Optical Summilux লেন্স এবং 50 মেগাপিক্সেলের OmniVision Light Fusion 800 সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
Xiaomi Civi 4 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন
শাওমি সিভি 4 প্রো-এর ক্যামেরা সেটআপের মধ্যে অবস্থিত লাইট ফিউশন 800 প্রাইমারি সেন্সরটি 1/1.55 ইঞ্চির ফরম্যাটে আসবে, যা 2.0 মাইক্রোমিটার (µm) পিক্সেল সাইজ এবং 13.2EV-এর ডায়নামিক রেঞ্জ অফার করবে। এই সেন্সরটি গত বছরের শেষের দিকে লঞ্চ হওয়া রেডমি কে70 প্রো-এ সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল। এটি শাওমি 14 প্রো-এর 1/1.31 ইঞ্চির লাইট ফিউশন 900 (OVX9000) মেইন সেন্সরের চেয়ে সামান্য ছোট।
এদিকে, বিখ্যাত জার্মান ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা লাইকার শক্তিশালী লাইকা সামিলাক্স লেন্স লো লাইট ফটোগ্রাফিতে বিশেষজ্ঞ। এটি অনন্য প্রতিফলন বৈশিষ্ট্য যুক্ত একটি বিশেষ ধরনের কাচ ব্যবহার করে। শাওমি সিভি 4 প্রো মাস্টার পোর্ট্রেট এবং সরাসরি ক্যামেরার হার্ডওয়্যারের সম্ভাব্য কর্মক্ষমতাকে সর্বাধিক করার জন্য ডিজাইন করা অনন্য প্রো ক্যামেরা ফিচার্স অফার করবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi Civi 4 Pro-এর আগের টিজারগুলি প্রকাশ করেছে যে, ফোনটি চারটি ভিন্ন কালার অপশনে আসবে এবং সদ্য উন্মোচিত Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে, যা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3-এর একটি আন্ডার-ক্লকড ভার্সন। এই চিপটি Xiaomi Civi 4 Pro-কে ‘ফ্ল্যাগশিপ কিলার’ করে তুলতে পারে।
এছাড়াও শোনা যাচ্ছে যে, Xiaomi Civi 4 Pro-এ 2,400×1,080 রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ 6.55 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। আসন্ন মডেলটির রিয়ার ডিজাইনটি তার পূর্বসূরি Xiaomi Civi 3-এর মতোই হবে। তবে Civi 4-এ সামান্য বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যার ভিতরে এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে।