ব্যাপক সংবাদ! চীনের পর একমাত্র ভারতেই এই অনবদ্য স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi

2021 সালে শাওমি প্রথম তাদের Civi-ব্র্যান্ডেড স্মার্টফোন চীনে লঞ্চ করে। এরপর একাধিক হ্যান্ডসেট এই সিরিজের অধীনে...
Ananya Sarkar 21 March 2024 3:22 PM IST

2021 সালে শাওমি প্রথম তাদের Civi-ব্র্যান্ডেড স্মার্টফোন চীনে লঞ্চ করে। এরপর একাধিক হ্যান্ডসেট এই সিরিজের অধীনে আত্মপ্রকাশ করেছে। যদিও, Civi লাইনআপ চীনা মার্কেটেই সীমাবদ্ধ, তবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন নামে Civi সিরিজের ফোনকে লঞ্চ করতো শাওমি। কিন্তু এখন জানা যাচ্ছে যে, Civi 4 Pro বিশ্ববাজারে উপলব্ধ হবে না। ফোনটি আজই (21 মার্চ) চীনা বাজারে লঞ্চ হতে চলেছে। তবে তার আগে এই অপ্রত্যাশিত খবর অনেক শাওমি অনুরাগীকেই হতাশ করেছে, বিশেষ করে যারা এই আকর্ষণীয় ক্যামেরা-কেন্দ্রিক ফোনটিকে হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে এক্ষেত্রে ভারতীয় গ্রাহকদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ আসন্ন Xiaomi Civi 4 Pro চীনের বাইরে একমাত্র ভারতের মার্কেটে বিক্রি করা হবে বলে দাবি করা হচ্ছে।

Xiaomi Civi 4 Pro চীনের পাশাপাশি মিলবে ভারতের বাজারেও

শাওমি সিভি 4 প্রো-কে শুধুমাত্র চীন ও ভারতে নিয়ে আসার এই সিদ্ধান্তটি সিভি সিরিজের ক্ষেত্রে কোম্পানির স্বাভাবিক পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। শাওমি সিভি 4 প্রো ফোনটি তার পূর্বসূরি শাওমি সিভি 2-এর অনুরূপ হবে না, যার রিব্র্যান্ডেড ভার্সন শাওমি 13 লাইট নামে গ্লোবাল মার্কেটে বিক্রি হয়। এটি শুধুমাত্র চীন এবং ভারতের বাজারেই সীমাবদ্ধ থাকবে।

জিএসএমচায়না প্রকাশনা এমআই কোড পরীক্ষা করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আবিষ্কার করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, শাওমি সিভি 4 প্রো-এর ইন্টারনাল নম্বর "N9" এবং কোডনেম "চেনফেং” (chenfen) এবং এটি "24053PY09C / 24053PY09I" মডেল নম্বর বহন করে। এই দুই মডেল নম্বরের শেষের “C” এবং “I” অক্ষরগুলি ফোনটির চায়না এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টকে নির্দেশ করে, অর্থাৎ ডিভাইসটি এই দুই দেশে এক্সক্লুসিভলি উপলব্ধ হবে৷

যদিও, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে Xiaomi Civi 4 Pro এদেশের বাজারে পা রাখবে, তবে এখনও কিছু তথ্য অজানা রয়ে গিয়েছে। যেমন, ভারতে এটিকে কি নামে উন্মোচন করা হবে, তা এখনও অস্পষ্ট এবং এর কিছু বৈশিষ্ট্যও ভিন্ন হতে পারে। তাই সকলেরই নজর আজকের লঞ্চ ইভেন্টের দিকে, যেখানে Xiaomi Civi 4 Pro সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ করা হবে।

Show Full Article
Next Story