দুর্দান্ত অমনিভিশন ক্যামেরার সাথে আসছে Xiaomi Civi 4 স্মার্টফোন, থাকবে ডাইমেনসিটি 8300 প্রসেসর
Xiaomi গতকাল তাদের হোম-মার্কেটে বহুল প্রতীক্ষিত Redmi K70 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। তবে সংস্থাটি আরেকটি প্রিমিয়াম...Xiaomi গতকাল তাদের হোম-মার্কেটে বহুল প্রতীক্ষিত Redmi K70 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। তবে সংস্থাটি আরেকটি প্রিমিয়াম হ্যান্ডসেট চীনে উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই স্মার্টফোন সম্ভবত Xiaomi Civi 4 নামে আসবে। আজ এক প্রখ্যাত টিপস্টারের সৌজন্যে আলোচ্য ডিভাইসের ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসরের সাথে লঞ্চ হবে।
লঞ্চের আগেই ফাঁস হল Xiaomi Civi 4 ফোনের ফিচার
গত সেপ্টেম্বর মাসে, এই শাওমি সিভি ৪ স্মার্টফোনটি IMEI সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে উপস্থিত হয়। সাইটটির লিস্টিং থেকে জানা যায়, এই হ্যান্ডসেট 24031PN0DC মডেল নম্বর সহ আসবে। পাশাপাশি, শাওমি তাদের এই নয়া ফোনটি ২০২৪ সালের মার্চ মাসে ঘোষণা করতে পারে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছিল। সেই সময় ডিভাইসটির ফিচার সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি।
তবে এখন টিপস্টার আনভিন (Anvin) X প্ল্যাটফর্মের মাধ্যমে আলোচ্য শাওমি স্মার্টফোনের ফিচার সম্পর্কিত তথ্য শেয়ার করেছেন। তার দাবি অনুসারে, শাওমি সিভি ৪ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, পূর্বসূরি শাওমি সিভি ৩ (Xiaomi Civi 3) মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল। অতএব নজরে পড়ার মতো প্রসেসর আপগ্রেডেশন হয়তো পাচ্ছে না উত্তরসূরিটি।
প্রসঙ্গত সম্প্রতি প্রকাশ্যে আসা আরেকটি পৃথক রিপোর্টে, আপকামিং Xiaomi Civi 4 ফোন আপগ্রেডেড ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং অমনিভিশন (OmniVision) প্রাইমারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা ইউনিট সহ আসবে বলে দাবি করা হয়েছে।
এই মুহূর্তে উল্লেখিত তথ্যাদি ব্যতীত Xiaomi Civi 4 স্মার্টফোন সম্পর্কে আর কিছু জানা সম্ভব হয়নি।