Xiaomi Civi 5 Pro: স্লিম ডিজাইনের সাথে Leica ক্যামেরা, শাওমির নতুন ফোনে থাকবে স্ন্যাপড্রাগন 8s Elite প্রসেসরও

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, শাওমি সিভি 5 প্রো ফোনে 1.5K রেজোলিউশনের পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। এতে কোয়াড কার্ভড ডিজাইন থাকবে।

Suman Patra 14 Dec 2024 11:06 AM IST

Xiaomi একটি স্ন্যাপড্রাগন 8s Elite চিপসেট চালিত ফোনের উপর কাজ করছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি এমনই দাবি করেছে। যদিও তিনি ডিভাইসটির নাম জানাননি। তবে এটি Xiaomi Civi 5 Pro হতে পারে বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল Civi 4 Pro, আশা করা হচ্ছে উত্তরসূরিটি আগামী বছরের একই সময়ে বাজারে আসবে‌। টিপস্টার এর কিছু স্পেসিফিকেশনও শেয়ার করেছে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Xiaomi Civi 5 Pro এর প্রধান প্রধান স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, শাওমি সিভি 5 প্রো ফোনে 1.5K রেজোলিউশনের পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। এতে কোয়াড কার্ভড ডিজাইন থাকবে। আবার অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো‌ এতেও অনুরূপ ফিচার পাওয়া যাবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

এদিকে রেডমি K80 এর মতো সিভি 5 প্রো ডিভাইসের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে। এই ক্যামেরা সেটআপের মধ্যে টেলিফটো ক্যামেরা ও লেইকা ডেভেলভ ক্যামেরা দেওয়া হবে। আর ব্যাক প্যানেল ফাইবারগ্লাস ম্যাটেরিয়াল দ্বারা নির্মিত হবে।

আবার শাওমি সিভি 5 প্রো স্ন্যাপড্রাগন 8s Elite প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া ফোনটি চিরাচরিত স্লিম ডিজাইন ধরে রাখবে। এরপরেও এর ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হবে। এতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। যেখানে সিভি 4 প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8s জেন 3 চিপসেট ও 4700mAh ব্যাটারি ছিল।

জানিয়ে রাখি, স্ন্যাপড্রাগন 8s Elite প্রসেসর সহ Xiaomi Civi 5 Pro ছাড়াও আইকো একটি ফোন বাজারে আনতে চলেছে, এর নাম iQOO Z10 Turbo। এতে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে।

Show Full Article
Next Story