৯ হাজার টাকা পর্যন্ত দাম কমলো এই নয়টি Redmi ফোনের, তড়িঘড়ি কিনে নিন

স্মার্টফোন ক্রেতাদের জন্য একাধিক লোভনীয় ডিল নিয়ে হাজির হয়ে গেছে Xiaomi Days Sale। এই সেলে আপনি Xiaomi স্মার্টফোনের...
SUPARNA 6 Dec 2022 7:04 PM IST

স্মার্টফোন ক্রেতাদের জন্য একাধিক লোভনীয় ডিল নিয়ে হাজির হয়ে গেছে Xiaomi Days Sale। এই সেলে আপনি Xiaomi স্মার্টফোনের পাশাপাশি সাব-ব্র্যান্ড Redmi -র হ্যান্ডসেটগুলিকেও আকর্ষণীয় অফারের সাথে কিনতে পারবেন। এক্ষেত্রে আজ আমরা এই প্রতিবেদনে শুধুমাত্র বাজেট থেকে মিড-রেঞ্জের অধীনে আসা Redmi ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনের সাথে উপলব্ধ অফারের প্রসঙ্গেই আলোচনা করবো। লিস্টিং অনুসারে, ৩১% পর্যন্ত ডিসকাউন্টের সাথে আলোচ্য ব্র্যান্ডের 4G এবং 5G-এনাবল হ্যান্ডসেট পকেটস্থ করা যাবে। যারপর নূন্যতম ৬,২৯৯ টাকা খরচ করে একটি নয়া স্মার্টফোন সেল থেকে নিজের করা যাবে। চলুন Xiaomi Days সেলে Redmi ফোনের উপর কি কি ডিল পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Xiaomi Days Sale -এ অফারের সাথে উপলব্ধ কয়েকটি সেরা Redmi স্মার্টফোনের তালিকা

Redmi A1 (Black, 2GB RAM, 32GB Storage) : ৬,২৯৯ টাকা (৩০% বা ২,৭০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি এ১ স্মার্টফোনে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ডিউ-ড্রপ নচ স্টাইলের। পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার ফটোগ্রাফির জন্য এ-সিরিজের এই স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল- ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ডিভাইসে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শ্যুটার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি এ১ স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Redmi 10A (Sea Blue, 4GB RAM, 64GB Storage) : ৮,২৯৯ টাকা (৩১% বা ৩,৭০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি ১০এ ফোনে আছে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর সহ এসেছে। ডুয়েল সিমের এই হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ভিত্তিক এআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিন পাওয়া যাবে। তদুপরি ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, রেডমি ১০এ স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর নিরাপত্তার জন্য মিলবে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Redmi 10A Sport (Charcoal Black, 6GB RAM, 128GB Storage) : ৯,৯৯৯ টাকা (২৯% বা ৪,০০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি ১০এ স্পোর্ট স্মার্টফোনে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০ x ৭২০ পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে প্যানেলটি ১৫০০:১ কনট্রাস্ট রেশিও, ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৭০% এনটিএসই কালার গ্যামট এবং টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) দ্বারা প্রত্যয়িত রিডিং মোড সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেট আছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে তার ঔ
এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম পাওয়া যাবে। তদুপরি আলোচ্য মডেলে - ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১০এ স্পোর্ট ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য এতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত।

Redmi Note 11 (Horizon Blue, 4GB RAM, 64GB Storage) : ১২,৯৯৯ টাকা (২৮% বা ৫,০০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি নোট ১১ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩-ইঞ্চি (১০৮০x২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে। এতে ফাস্ট পারফরম্যান্সের জন্য অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, হ্যান্ডসেটটির পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১১ ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi K50i 5G (Phantom Blue, 8GB RAM, 256GB Storage) : ২৬,৯৯৯ টাকা (২৫% বা ৯,০০০ টাকা ডিসকাউন্ট)

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন চালিত। ফটোগ্রাফির জন্য এই ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য কে-সিরিজের এই রেডমি ফোনে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story