Xiaomi ও Redmi ফোনে ৮,০০০ টাকা ডিসকাউন্ট, পুরানো মোবাইল পাল্টে পাবেন ২০,৫০০ টাকা পর্যন্ত ছাড়

Diwali with Mi Sale 2022 : আগামীকাল অর্থাৎ ২০ই সেপ্টেম্বর থেকে Xiaomi তাদের অফিসিয়াল সাইটে দিওয়ালি সেল (Diwali Sale)...
SUPARNA 19 Sept 2022 8:01 PM IST

Diwali with Mi Sale 2022 : আগামীকাল অর্থাৎ ২০ই সেপ্টেম্বর থেকে Xiaomi তাদের অফিসিয়াল সাইটে দিওয়ালি সেল (Diwali Sale) লাইভ করতে চলেছে। উক্ত টেক ব্র্যান্ডটি ICICI, Bank of Baroda এবং Kotak Mahindra ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে আলোচ্য সেলকে লাইভ করার ঘোষণা করেছে। আর তাই, উল্লেখিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে Xiaomi অথবা তার সাব-ব্র্যান্ড Redmi আনীত স্মার্টফোন কিনলে ৮,০০০ টাকা পর্যন্ত বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। তবে ডিসকাউন্টের পাশাপাশি, দৈনিক একাধিক 'গ্র্যান্ড অফার' -ও উপলব্ধ করা হবে বলে ইতিমধ্যেই সংস্থাটি তাদের মাইক্রোসাইটে উল্লেখ করেছে। এক্ষেত্রে গ্রাহকেরা একটি নতুন হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২০,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস হস্তগত করতে পারবেন। চলুন Xiaomi -এর আপকামিং দিওয়ালি সেল ওরফে 'Diwali with Mi 2022' -এ স্মার্টফোনের সাথে উপলব্ধ কয়েকটি 'টপ-ডিল' সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক এবার।

Xiaomi 11 Lite NE 5G : ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত শাওমি ১১ লাইট এনই ৫জি স্মার্টফোনের এমআরপি ৩১,৯৯৯ টাকা। তবে সেলে মডেলটিকে ১৮,৪৯৯ টাকায় সংস্থার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আবার ব্যাঙ্ক অফার হিসাবে, Bank of Baroda -এর কার্ড হোল্ডাররা ৬,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর, ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৬,৫০০ টাকা পর্যন্ত অফ দেওয়া হবে। এছাড়া, এমআই এক্সচেঞ্জ (Mi Exchange) অফারের লাভ তুলতে পারলে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও হস্তগত করতে পারবেন আপনারা। ফলে ডিসকাউন্ট এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু সহ আপনারা মোট ১৮,৫০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এই শাওমি ফোনের সাথে। তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমান পুরানো ফোনের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে।

Redmi 9 Active : রেডমি ৯ অ্যাক্টিভ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ৮,৪৯৯ টাকা। তবে সেলে এটিকে ব্যাঙ্ক অফার সহ কেবল ৭,৪৯৯ টাকায় বিক্রি করা হবে। আবার পুরোনো ফোন আপগ্রেড করার ক্ষেত্রে এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত টপ-ভ্যারিয়েন্টের সাথে ৮,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। প্রসঙ্গত, এই ৬ জিবি র‍্যাম মডেলের দাম ১০,৪৯৯ টাকা।

Redmi 10 Prime : ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রেডমি ১০ প্রাইম স্মার্টফোনের দাম ১০,৪৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ আসা ফোনটির টপ-মডেলের দাম থাকছে ১৩,৪৯৯ টাকা। উভয় ভ্যারিয়েন্টের সাথেই ব্যাঙ্ক ডিসকাউন্ট প্রযোজ্য থাকছে। যেমন, Bank of Baroda -এর কার্ড ব্যবহার করলে ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। আর, ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনারা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া এমআই এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে, এই ফোনটিকে আপনারা ১০,৫০০ টাকা পর্যন্ত সস্তায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

Redmi Note 11 : রেডমি নোট ১১ স্মার্টফোনের সাথেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে আসন্ন সেলে। আলোচ্য মডেলের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ১৭,৯৯৯ টাকা। কিন্তু শাওমি আয়োজিত সেলে এটিকে ১২,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। অন্যদিকে, Bank of Baroda এবং ICICI ব্যাঙ্ক কার্ড হোল্ডাররা ধার্য মূল্যের উপর আরো অতিরিক্তভাবে ১,২০০ টাকা ছাড় পেয়ে যেতে পারেন। এছাড়া, সংস্থার তরফ থেকে বিনামূল্যে ২ মাসের বৈধতাসম্পন্ন ইউটিউব প্রিমিয়ামের সদস্যতাও অফার করা হবে।

Xiaomi 11i Hypercharge : শাওমি ১১আই হাইপারচার্জ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে কিনতে বর্তমানে ২৬,৯৯৯ টাকা খরচ করতে হবে। তবে আসন্ন 'দিওয়ালি উইথ এমআই' সেলে এটিকে ৭,০০০ টাকা ডিসকাউন্ট সহিত ১৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হবে। আবার, Bank of Baroda এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আপনারা ২,২৫০ টাকা পর্যন্ত অফ পেয়ে যাবেন৷ এছাড়া, পুরোনো মোবাইল পরিবর্তন করে এই স্মার্টফোনটি কিনলে ৩,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও মিলবে।

Show Full Article
Next Story