Redmi Note 9, Redmi 9, Poco M2 ফোন ব্যবহারকারীদের জন্য বড় ঝটকা, আর পাওয়া যাবে না কোনো আপডেট

Xiaomi ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে 'এন্ড অফ সাপোর্ট' (EOS) নামের একটি সেকশন আছে। এই বিভাগে এমন সব স্মার্টফোনকে...
SUPARNA 21 Aug 2023 9:36 PM IST

Xiaomi ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে 'এন্ড অফ সাপোর্ট' (EOS) নামের একটি সেকশন আছে। এই বিভাগে এমন সব স্মার্টফোনকে তালিকাভুক্ত করা হয় যেগুলির জন্য ভবিষ্যতে আর কোনো প্রকারের সফ্টওয়্যার বা সিকিউরিটি আপডেট রিলিজ করা হবে না। এক্ষেত্রে সংস্থাটি EOS -এর তালিকাটি সময়ে সময়ে আপডেট করতে থাকে। যদিও বিগত কিছু সময়ের মধ্যে এই তালিকা রিফ্রেশ করা হয়নি। তবে হালফিলে Xiaomi -কে তিনটি নতুন ডিভাইসকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে দেখা গেল। তালিকাভুক্ত ফোনগুলি প্রত্যেকটি ২০২০ সালে বাজেট-রেঞ্জের অধীনে লঞ্চ হয়েছে এবং তৎকালীন সময়ে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল ইউজারদের থেকে। তবে এখন আর এই হ্যান্ডসেটগুলি পরবর্তী সফ্টওয়্যার আপডেটের জন্য এলিজেবল থাকছে না।

এন্ড অফ সাপোর্ট লিস্টে সামিল করা সর্বশেষ তিনটি Xiaomi স্মার্টফোন হল

  • Redmi Note 9
  • Redmi 9
  • Poco M2

উপরে উল্লেখিত তিনটি ফোনই ২০২০ সালে আত্মপ্রকাশ করে। এগুলি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ (MIUI 11) কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছিল। যদিও বিগত ৩ বছরের মধ্যে উক্ত হ্যান্ডসেট-ত্রয়ী মোট দুটি বড় এমআইইউআই এবং অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। যার দরুন বর্তমানে Redmi Note 9, Redmi 9 এবং Poco M2 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম অপারেটিং সিস্টেমে চলছে।

অর্থাৎ চলতি মাসে যেখানে অ্যান্ড্রয়েড ১৪ ওএস রিলিজ করার কথা শোনা যাচ্ছে, সেখানে Redmi এবং Poco ব্র্যান্ডেড স্মার্টফোনগুলি এখনো পুরোনো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলছে। যদিও সফ্টওয়্যারের বয়স প্রায় ২ বছর হয়ে গেলেও, ইউজাররা আলোচ্য ফোনগুলিতে কোনো প্রকারের সমস্যা ছাড়াই প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। তাই EOS তালিকাভুক্ত হওয়ার পরও এই হ্যান্ডসেট তিনটিকে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এই মুহূর্তেই নতুন ফোনে আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই। যদি না কারোর চাহিদা আরও ভাল হার্ডওয়্যার বা ৫জি নেটওয়ার্ক সাপোর্ট হয়ে থাকে।

জানিয়ে রাখি, Redmi Note 9, Redmi 9 এবং Poco M2 স্মার্টফোন লঞ্চের পর বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সারা বিশ্বে এই ডিভাইসগুলির লক্ষ লক্ষ ইউনিট শিপমেন্ট করে Xiaomi। তাসত্ত্বেও EOS লিস্টে তালিকাভুক্ত করা হল এই ফোন তিনটিকে।

Show Full Article
Next Story