Xiaomi চিরদিনের মতো সফটওয়্যার সাপোর্ট বন্ধ করল এই সব ফোনে, আপনারটা লিস্টে নেই তো

সমস্ত স্মার্টফোনেরই সফ্টওয়্যার সাপোর্টের একটি সময়সীমা থাকে। সেই সময় পার হয়ে গেলে ওই নির্দিষ্ট মডেলে কোম্পানির তরফে...
Ananya Sarkar 22 April 2023 5:54 PM IST

সমস্ত স্মার্টফোনেরই সফ্টওয়্যার সাপোর্টের একটি সময়সীমা থাকে। সেই সময় পার হয়ে গেলে ওই নির্দিষ্ট মডেলে কোম্পানির তরফে আর নতুন কোনও আপডেট দেওয়া হয় না। প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi)-এর ওয়েবসাইটে যে সমস্ত ফোনের সফ্টওয়্যার সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলির একটি তালিকা রয়েছে। শাওমি সারা বছর ধরে এই তালিকাটি কয়েকবার আপডেট করে। আর এখন কোম্পানি আরও কিছু মডেল এই তালিকার অন্তর্ভুক্ত করেছে। সুতরাং, তালিকায় নতুন যুক্ত হওয়া ডিভাইসগুলি আর এমআইইউআই (MIUI) বা অ্যান্ড্রয়েড (Android) আপডেট পাবে না। আপডেট করা তালিকায় শাওমি (Xiaomi), রেডমি (Redmi) এবং পোকো (Poco) তিনটি ব্র্যান্ড মিলিয়ে মোট সাতটি নতুন ফোন রয়েছে। আসুন এগুলির নাম জেনে নেওয়া যাক।

Xiaomi আরও সাতটি ফোনের জন্য MIUI আপডেট বন্ধ করলো

শাওমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা সাপোর্ট তালিকা প্রকাশ করেছে। তালিকায় নতুন নাম লিখিয়েছে শাওমি ১১ লাইট, শাওমি এমআই ১০এস, পোকো ৩, পোকো এফ৩ জিটি, পোকো এক্স৩ জিটি, রেডমি কে৪০ প্রো এবং রেডমি কে৪০ প্রো প্লাস - এই সাতটি ডিভাইস। যদিও এই মডেলগুলি ত্রুটিগুলি সংশোধন করতে বা অপারেশন উন্নত করতে আগামী সপ্তাহগুলিতে মাঝে মাঝে আপডেট পেতে পারে, তবে কোম্পানি এগুলির জন্য আর নতুন ফার্মওয়্যার ডেভেলপ করবে না। ফলস্বরূপ, এই ডিভাইসগুলির জন্য শুধুমাত্র সেই আপডেটগুলই উপলব্ধ হবে, যার ডেভেলপমেন্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷

জানিয়ে রাখি, তালিকাভুক্ত ডিভাইসগুলির জন্য অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচগুলি সংশোধন আর করা হবে না। অর্থাৎ, এই ডিভাইসগুলির সফ্টওয়্যারে নিরাপত্তাজনিত দুর্বলতা এবং ফাঁক দেখা দিতে পারে। সাতটি মডেলের কোনোটিই এমআইইউআই (MIUI)-এর ভবিষ্যত সংস্করণে আপডেট করা হবে না। কারণ এই সংস্করণটি চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আসবে না। তাই এই শাওমি ফোনগুলির ব্যবহারকারীদের উপলব্ধ এমআইইউআই-এর লেটেস্ট সংস্করণ অর্থাৎ, MIUI 14-এর সাথেই সন্তুষ্ট থাকতে হবে।

উল্লেখ্য, আপনি Xiaomi 11 Lite, Xiaomi Mi 10s, Poco F3, Poco F3 GT, Poco X3 GT, Redmi K40 Pro এবং Redmi K40 Pro+ - এই সাতটি ডিভাইসের কোনও একটির ইউজার হন, তাহলে এতে আর কোনও আপডেট পাবেন না। এমনকি, প্রয়োজনীয় সিকিউরিটি প্যাচগুলিও। তাই এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। কারণ নিরাপত্তার জন্য, ডিভাইসকে আপডেট রাখা খুব গুরুত্বপূর্ণ।

Show Full Article
Next Story