পুরানো স্মার্টফোন দিয়ে সস্তায় কিনুন Xiaomi ও Redmi-র 5G স্মার্টফোন, কালই সেল শেষ

আপনি যদি আপনার 4G স্মার্টফোন পরিবর্তন করে 5G ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর। আসলে Xiaomi তাদের 5G স্মার্টফোনের...
Julai Modal 23 Jun 2023 7:53 PM IST

আপনি যদি আপনার 4G স্মার্টফোন পরিবর্তন করে 5G ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য সুখবর। আসলে Xiaomi তাদের 5G স্মার্টফোনের উপর এক্সচেঞ্জ ডেজ সেল অফার করেছে। এই সেলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে লেটেস্ট হ্যান্ডসেট কিনলে অনেক ছাড় দেওয়া হচ্ছে। শাওমির এই সেল ২০ জুন থেকে শুরু হয়েছে এবং ২৪ জুন পর্যন্ত চলবে। কোম্পানির তরফে বলা হয়েছে যে, সেলের সময়ে 4G ফোনের উপর ১০,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। Xiaomi Exchange Days সেল কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, mi.com-এ চলছে। আসুন এই সেলে শাওমির কোন ফোন কত দামে বিক্রি হচ্ছে জেনে নেওয়া যাক।

Xiaomi এক্সচেঞ্জ ডেজ সেলে এই ফোনের উপর বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাবে

Redmi Note 12 Pro 5G: রেডমি নোট ১২ প্রো ৫জি স্মার্টফোনের উপর ৩,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস (ভ্যালুর থেকেও অতিরিক্ত) দেওয়া হচ্ছে। যার পরে ২৬,৯৯৯ টাকার ফোনটি কেনা যাবে ২৩,৯৯৯ টাকারও অনেক কমে

Redmi Note 12 Pro+ 5G: রেডমি নোট ১২ প্রো + ৫ জি স্মার্টফোনটি ৩২,৯৯৯ টাকায় mi.com সাইটে পাওয়া যাচ্ছে। এই ফোনের সাথে ৪,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

Redmi K50i 5G: রেডমি কে৫০আই ৫জি ফোনের সাথে ২,৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস মিলবে। এটি বিক্রি হচ্ছে ২৩,৯৯৯ টাকায়।

Xiaomi 11i 5G: শাওমি ১১আই ৫জি স্মার্টফোনের সাথে ৪,৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। ফোনটি বিক্রি হচ্ছে ২৬,০০০ টাকায়।

Xiaomi 11 Lite NE 5G: শাওমি ১১ লাইট এনই ৫জি স্মার্টফোনের উপর থাকছে ৫,৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। ফোনটির দাম ২৫,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story