Xiaomi-র নতুন HyperOS সফটওয়্যার কেমন দেখতে হবে? অনলাইনে ফাঁস হয়ে গেল স্ক্রিনশট
শাওমি (Xiaomi) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা তাদের পুরনো সফটওয়্যার , MIUI-এর দীর্ঘ ১৩ বছরের যাত্রায় ইতি টানতে চলেছে...শাওমি (Xiaomi) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা তাদের পুরনো সফটওয়্যার , MIUI-এর দীর্ঘ ১৩ বছরের যাত্রায় ইতি টানতে চলেছে এবং শীঘ্রই কোম্পানির আসন্ন স্মার্টফোনগুলির সাথে নতুন অপারেটিং সিস্টেম, HyperOS-এর পথ চলা শুরু হবে। বর্তমানে সমস্ত শাওমি (Xiaomi), রেডমি (Redmi) এবং পোকো (Poco) ব্র্যান্ডের ডিভাইসগুলি MIUI-তে রান করে এবং এখনও পর্যন্ত এর ১৪টি সংস্করণ প্রকাশিত হয়েছে৷ কাস্টম সফ্টওয়্যারটি তার হেভি কাস্টমাইজেশন এবং অ্যাপল (Apple)-এর iOS অপারেটিং সিস্টেম দ্বারা অনুপ্রাণিত একটি সামগ্রিক লুকের জন্য পরিচিত। তবে, MIUI শীঘ্রই অতীত হয়ে যাবে, কেননা কোম্পানি Xiaomi 14 ফ্ল্যাগশিপ সিরিজের সাথে নতুন HyperOS এই বছরেই লঞ্চ করতে চলেছে। শাওমি নাম ছাড়া এই মোবাইল অপারেটিং সিস্টেমটির সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও, এখন কয়েকটি স্ক্রিনশট অনলাইনে ফাঁস হয়ে সেটির ইন্টারফেসের ধারণা দিয়েছে।
HyperOS-এর থাকবে নতুন লকস্ক্রিন কাস্টমাইজেশন অপশন
চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-তে আপলোড করা বিভিন্ন স্ক্রিনশট অনুসারে, শাওমি হাইপারওএস লক স্ক্রিনের জন্য আরও কাস্টমাইজেশন অপশন অফার করবে। ব্যবহারকারীরা নতুন ধরনের টেমপ্লেট, ঘড়ি, ফন্ট এবং উইজেট থেকে পছন্দসই বিকল্পটি বেছে নিতে পারবেন। এতে আরও ডিটেইলস যুক্ত ওয়ালপেপার কাস্টমাইজেশন অপশনও মিলবে। নতুন সফ্টওয়্যারের কন্ট্রোল সেন্টারটি শাওমি ডিভাইসগুলির লেটেস্ট কাস্টম স্কিন এমআইইউআই (MIUI 14)-এর তুলনায় আরও সরল হবে বলে মনে হচ্ছে, যদিও অ্যাপ আইকনগুলি আগের মতোই থাকবে।
তবে, অনলাইনে ফাঁস হওয়া শাওমি হাইপারওএস-এর স্ক্রিনশটগুলি সম্ভবত অপারেটিং সিস্টেমটির বিটা (Beta) বিল্ডকে দেখিয়েছে, যা এখনও পরীক্ষাধীন রয়েছে৷ ফলে এটি ভাবা উচিত নয় যে, নতুন ওএস-এর স্টেবল (Stable) সংস্করণটি এরকমই দেখতে হবে। শাওমি জনসাধারণের জন্য প্রকাশ করার আগে অপারেটিং সিস্টেমে আরও কিছু পরিবর্তন করতে পারে।
জানিয়ে রাখি, HyperOS নতুন Xiaomi 14 সিরিজের সাথে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে, যা আগামী ২৭ অক্টোবর চীনে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এও নিশ্চিত করেছেন যে, নতুন অপারেটিং সিস্টেমটি আগামী বছর সারা বিশ্বের বাজারগুলিতে প্রকাশিত হবে। অর্থাৎ, HyperOS ধীরে ধীর MIUI-এর জায়গা দখল করবে, যা প্রায় ১৩ বছর ধরে চলে আসছে।