Xiaomi HyperOS: দীর্ঘ 13 বছর পর MIUI-কে বিদায়, শাওমি, রেডমি, ও পোকোর ফোন এবার চলবে নতুন সফটওয়্যারে

সম্প্রতি শোনা যাচ্ছিল, MIUI 14 হতে পারে শাওমির ফোনগুলির জন্য শেষ অফিসিয়াল MIUI সংস্করণ। ১৩ বছরের এই পুরনো MIUI সংস্থার...
Ananya Sarkar 18 Oct 2023 5:21 PM IST

সম্প্রতি শোনা যাচ্ছিল, MIUI 14 হতে পারে শাওমির ফোনগুলির জন্য শেষ অফিসিয়াল MIUI সংস্করণ। ১৩ বছরের এই পুরনো MIUI সংস্থার নতুন অপারেটিং সিস্টেমের জায়গা নেবে। শাওমি আনুষ্ঠানিকভাবে এবার জানিয়ে দিল, HyperOS নামে নতুন সফ্টওয়্যার আনতে চলেছে। Xiaomi 14 সিরিজের সাথে আত্মপ্রকাশ করবে HyperOS। ধীরে ধীরে শাওমি সহ Redmi এবং POCO-র নতুন ফোনগুলিতেও এই নতুন অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা থাকবে।

শাওমি আনছে নতুন HyperOS অপারেটিং সিস্টেম

শাওমির ভাইস প্রেসিডেন্ট অ্যালভিন ঘোষণা করেছেন যে, হাইপারওএস তাদের দীর্ঘ ১৩ বছরের পুরনো এমআইইউআই অ্যান্ড্রয়েড স্কিনটি প্রতিস্থাপন করবে। নতুন অপারেটিং সিস্টেমটি আসন্ন শাওমি ১৪ সিরিজের ফোনগুলিতে প্রি-ইনস্টল করা হবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে লঞ্চ হবে বলে খবর।

অ্যালভিন আরও উল্লেখ করেছেন যে হাইপারওএস একটি ইকোসিস্টেমের মতো ডিভাইসগুলিতে নতুন ফ্লুইডিটি এবং উন্নত সংযোগ নিয়ে আসবে। শাওমি স্মার্টফোনকে সুইচ, বাল্ব, সাউন্ড সিস্টেম ইত্যাদির মতো স্মার্ট হোম ডিভাইসগুলির সাথে নির্বিঘ্নে সংযোগ করতে সাহায্য করার জন্য নতুন ওএস এক্সক্লুসিভ এআইওটি (AIoT) ফিচারগুলিও আনতে পারে। যদিও শাওমি এখনও হাইপারওএস সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানায়নি। শাওমি ১৪ সিরিজের অফিসিয়াল লঞ্চে কোম্পানি তাদের নতুন ওএস সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

https://twitter.com/atytse/status/1714100808386777133?t=Vj8U2ZnMNp0DVX1m4LE_yA&s=19

তবে, শাওমি স্মার্টফোনের বিদ্যমান ইউজারদের হাইপারওএস নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ শাওমি MIUI আপডেটের ওপর কাজ চালিয়ে যাবে। কোম্পানি নতুন ডিভাইসের জন্য HyperOS ডেভেলপ করার সময় অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি প্যাচ সহ তাদের বর্তমান MIUI ডিভাইসগুলি বজায় রাখবে। শাওমি তাদের বর্তমান ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজের জন্য HyperOS রোলআউট করবে, কিনা তা স্পষ্ট নয়। অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, শাওমি ধীরে ধীরে MIUI থেকে HyperOS-এ চলে যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে সঠিক রোডম্যাপ এখনও শেয়ার করা হয়নি।

আবার শাওমির সিইও এবং প্রতিষ্ঠাতা লেই জুন বলেছেন যে, হাইপারওএস হল বিভিন্ন ডিভাইসের একটি ইকোসিস্টেম তৈরি করার শাওমির দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম ধাপ। তিনি যোগ করেছেন যে, শাওমির পোর্টফোলিওতে ২০০ টিরও বেশি ধরণের পণ্য রয়েছে, যার মধ্যে লাইফস্টাইল গ্যাজেটগুলিও বিদ্যমান। হাইপারওএস শাওমিকে এক ছাতার নীচে সব ডিভাইসকে নির্বিঘ্নে একত্রিত করতে সাহায্য করবে।

শাওমি টিমের এক সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, HyperOS সফ্টওয়্যার স্কিনটি MIUI-এর থেকে অনেক আলাদা হবে। শাওমির নতুন ওএস তাদের বিদ্যমান MIUI-এর সাথে কোনও সাদৃশ্য বহন করবে না। Xiaomi 14 চীনের বাইরের বাজারে লঞ্চ হলে HyperOS গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। এটি লক্ষণীয় যে, শাওমি ১৩ বছরেরও বেশি সময় ধরে MIUI ডেভেলপ করছে। এই সফ্টওয়্যার স্কিনটিই ছিল শাওমির প্রথম প্রোডাক্ট, যা স্মার্টফোন তৈরি শুরু করার আগে লঞ্চ হয়।

Show Full Article
Next Story