Xiaomi কারখানায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, ফোন হবে আরও হালকা ও শক্তিশালী

শাওমি গোষ্ঠীর প্রেসিডেন্ট লু ওয়েইবিং খুব সম্প্রতি ঘোষণা করেছেন, নতুন ম্যানুফ্যাকচারিং লাইন চালু করেছেন তারা, যার পোশাকি...
Ananya Sarkar 6 July 2023 3:32 PM IST

শাওমি গোষ্ঠীর প্রেসিডেন্ট লু ওয়েইবিং খুব সম্প্রতি ঘোষণা করেছেন, নতুন ম্যানুফ্যাকচারিং লাইন চালু করেছেন তারা, যার পোশাকি নাম Xiaomi Smart Manufacturing Digital Intelligence System 2.0। নতুন সিস্টেমটি বেইজিং ইজুয়াং-এর শাওমি স্মার্ট ফ্যাক্টরিতে বসানো হয়েছে। শুনলে অবাক হবেন, এই সিস্টেমের মাধ্যমে সবার প্রথমে প্রোডাকশন হতে চলা স্মার্টফোনটির নাম Xiaomi MIX Fold 3। প্রোডাকশন সিস্টেম আপগ্রেড হওয়ার ফলে ফোনটিতে একাধিক উন্নতি লক্ষ্য করা যাবে।

Xiaomi MIX Fold 3 নতুন ম্যানুফ্যাকচারিং লাইনে উৎপাদিত হবে

শাওমি মিক্স ফোল্ড ৩ হল ব্র্যান্ডের পরবর্তী-প্রজন্মের ফোল্ডেবল হ্যান্ডসেট, যা আগামী আগস্টে লঞ্চ হতে পারে। শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং জানিয়েছেন যে, কোম্পানির নতুন ম্যানুফ্যাকচারিং সিস্টেমে প্রচুর উন্নতি করা হয়েছে। তিনি বলেন যে, শাওমি স্মার্ট ম্যানুফ্যাচারিং ডিজিট্যাল ইন্টেলিজেন্স সিস্টেম ২.০ ম্যানুফাকচারিং লাইনটি আরও বুদ্ধিমান এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম দিকে নজর রাখতে সক্ষম। একইসাথে তিনি উল্লেখ করেছেন যে, শাওমির আগামী ফোল্ডেবল ফোন এই ম্যানুফ্যাকচারিং লাইনের কারণে আরও স্লিম এবং শক্তিশালী হবে।

কোম্পানি ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ শাওমি মিক্স ফোল্ড ৩-এর উৎপাদন শুরু করেছে, যা ইঙ্গিত করে যে ডিভাইসটি আগস্ট মাসে লঞ্চ করা হবে। কোম্পানি এই মাসের মধ্যে যে কোনও সময় লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে। মিক্স ফোল্ড ৩ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসরে চলবে বলে বলে জানা গেছে। ফোনটিতে ৫X পেরিস্কোপ ক্ষমতা যুক্ত একটি টেলিফটো লেন্স সহ কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। পেরিস্কোপ টেলিফটো লেন্সটির সাহায্যে ইউজাররা অনেক দূরের দৃশ্যও ভাল ভাবে তুলতে করতে সক্ষম হবেন, যা প্রথাগত টেলিফোটো লেন্সের তুলনায় আরও ভাল অপটিক্যাল জুম এফেক্ট অফার করবে।

এছাড়াও, Xiaomi MIX Fold 3 ফোনটি ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে আশা করা হচ্ছে। তুলনামূলকভাবে দেখলে, এর পূর্বসূরি ও বর্তমান প্রজন্মের MIX Fold 2-এ শুধুমাত্র ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। MIX Fold 3 স্লিম ও শক্তিশালী বিল্ড এবং আরও উন্নত বৈশিষ্ট্য সহ আসবে বলে কোম্পানির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি যে, ডিভাইসটি তার পূর্বসূরি MIX Fold 2-এর মতো শুধুমাত্র চীনে লঞ্চ হবে, নাকি চীনের বাইরের মার্কেটেও বিক্রি হবে। যদিও শাওমির আর্ন্তজাতিক ব্যবসা বিভাগের প্রধান লু ওয়েইবিং বিশ্ব বাজারে Xiaomi MIX Fold 3-এর আগমনের দিকে ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে এটি Samsung-এর Galaxy Z Fold 5-এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

Show Full Article
Next Story