Xiaomi, Mi ও Redmi এর এই পাঁচটি ফোনে আসছে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক HyperOS আপডেট

Xiaomi হালফিলে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক তাদের নতুন কাস্টম ইউজার ইন্টারফেস হাইপারওএস (HyperOS) লঞ্চ করেছিল। আর এখন খবর পাওয়া যাচ্ছে, সংস্থাটি খুব শীঘ্রই তাদের ৫টি…

Xiaomi হালফিলে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক তাদের নতুন কাস্টম ইউজার ইন্টারফেস হাইপারওএস (HyperOS) লঞ্চ করেছিল। আর এখন খবর পাওয়া যাচ্ছে, সংস্থাটি খুব শীঘ্রই তাদের ৫টি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য এই অপারেটিং সিস্টেমের স্টেবল আপডেট রিলিজ করতে চলেছে। এই তালিকায় Xiaomi বা Mi এবং সাব-ব্র্যান্ড Redmi, উভয়ের হ্যান্ডসেট সামিল রয়েছে।

Android 14 ভিত্তিক নতুন HyperOS কাস্টম স্কিনের স্টেবল আপডেট রিলিজ করবে Xiaomi

রিপোর্ট অনুযায়ী, Xiaomi 13 Ultra, Xiaomi 13T, Xiaomi 12T, Xiaomi Pad 6 Max, এবং Redmi K60 Pro মডেলের জন্য আগামী কিছু সময়ের মধ্যেই অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনের স্টেবল আপডেট আনা হবে। উল্লেখিত প্রত্যেকটি স্মার্টফোন ইতিমধ্যেই শাওমির অফিসিয়াল সার্ভারে হাইপারওএস বিল্ড সহ উপস্থিত হয়েছে।

খবর পাওয়া যাচ্ছে, Xiaomi 13 Ultra ফোনের চীনা সংস্করণের জন্য সর্বপ্রথম এই আপডেটটি রোলআউট করার পরিকল্পনা করা হচ্ছে। পরবর্তীতে Xiaomi 12T এবং Xiaomi 13T হ্যান্ডসেট দুটির ইউরোপীয় ভার্সন এই আপডেটটি পাবে। এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তবেই অন্যান্য আঞ্চলিক বাজারে উক্ত স্মার্টফোন-দ্বয়ের জন্য হাইপারওএস -এর স্থিতিশীল আপডেট রিলিজ করা হবে।

শাওমি, লেটেস্ট হাইপারওএস কাস্টম ইউজার ইন্টারফেসের স্টেবল আপডেট কিভাবে রিলিজ করবে তা স্পষ্ট করতে একটি রোডম্যাপও শেয়ার করেছে। ম্যাপ অনুসারে, চীন এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যমান শাওমি ও রেডমি ব্র্যান্ডিংয়ের ডিভাইসগুলির জন্য এই আপডেটটি পর্যায়ক্রমে রোলআউট করা হবে। যদিও চীনা ভ্যারিয়েন্টগুলি আগেভাগেই আপডেট পেয়ে যাচ্ছে। যেখানে কিনা, বিশ্ববাজারে উপলব্ধ ডিভাইসগুলির জন্য ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে হাইপারওএস কাস্টম স্কিনের স্টেবল ভার্সনের প্রথম ব্যাচ রিলিজ করা হবে।