Xiaomi Redmi ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, প্রথমবার MIUI 15 আসছে এই দূই ফিচারের সাথে

Xiaomi তাদের লেটেস্ট কাস্টম ইউজার ইন্টারফেস MIUI 15 -এর ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করছে বলেই মনে হচ্ছে। কেননা...
SUPARNA 21 July 2023 10:40 AM IST

Xiaomi তাদের লেটেস্ট কাস্টম ইউজার ইন্টারফেস MIUI 15 -এর ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করছে বলেই মনে হচ্ছে। কেননা সম্প্রতি এই কাস্টম স্কিনের আলফা বিল্ডকে Xiaomi সংস্থার সার্ভারে খুঁজে পাওয়া গেছে। একই সাথে খবর পাওয়া যাচ্ছে যে, আসন্ন Redmi Note 13 এবং Xiaomi 14 সিরিজ MIUI 15 কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। পাশাপাশি আজ আবার জানা গেছে Xiaomi -এর MIUI 15 কাস্টম ওএস ভার্সনে এমন দুটি নয়া ফিচার অন্তর্ভুক্ত করা হবে, যা আরো উন্নত ক্লিপবোর্ড সিস্টেম এবং ভলিউম বুস্ট অফার করতে পারে।

প্রকাশ্যে এলো Xiaomi MIUI 15 কাস্টম অপারেটিং সিস্টেমের দুটি সম্ভাব্য ফিচার

Xiaomiui -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আপকামিং MIUI 15 কাস্টম ইউজার ইন্টারফেসের সাথে দুটি নতুন উল্লেখযোগ্য ফিচার নিয়ে আসা হবে। যার মধ্যে প্রথমটি হল একটি উন্নত ক্লিপবোর্ড, যা ইউজারদের যেকোনো ইমেজ এবং ফাইলকে কপি-পেস্ট করার অনুমতি দেবে। জানিয়ে রাখি, আলোচ্য ফিচারটি কিন্তু ইতিমধ্যেই স্যামসাংয়ের (Samsung) স্মার্টফোনগুলিতে উপলব্ধ। ফলে এর কার্যকারিতা সম্পর্কে কিছুটা হলেও আমরা ধারণা করতে পাচ্ছি। এই ফিচারের সাহায্যে অতি দ্রুত এবং সহজে বিভিন্ন অ্যাপের মধ্যে কন্টেন্ট শেয়ার করা সম্ভব হবে৷ উদাহরণস্বরূপ, একটি ওয়েবসাইট থেকে কোনো ইমেজ কপি করে তা ডিভাইসের গ্যালারি ওপেন না করেই সরাসরি ক্লিপবোর্ড থেকেই চ্যাট উইন্ডো -তে পেস্ট করা যাবে এই ফিচার ব্যবহার করে।

MIUI 15 -এর অধীনে আসা দ্বিতীয় ফিচারটি, শাওমি হ্যান্ডসেটের ক্ষেত্রে ভলিউম বুস্ট অফার করবে। এক্ষেত্রে আলোচ্য কাস্টম স্কিন ডিভাইসের সেটিংস মেনুতে একটি নতুন টগল অপশন যুক্ত করবে, যা এনাবল করা হলে ভলিউম আউটপুট ২০০% পর্যন্ত বাড়ানো যাবে। যার দরুন, ইউজাররা আরো উন্নীত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স উপভোগ করতে পারবেন। সর্বোপরি, কোলাহলপূর্ণ পরিবেশেও জোরালো এবং 'ক্রিস্টাল ক্লিয়ার' সাউন্ড কোয়ালিটির সাথে কনটেন্ট দেখতে বা শুনতে পারবেন।

রিপোর্টে MIUI 15 -এর ফিচার সম্পর্কিত খবরই শুধুমাত্র শেয়ার করা হয়েছে। এর সম্ভাব্য লঞ্চের তারিখ জানা যায়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই লেটেস্ট কাস্টম স্কিনকে ডিসেম্বর মাসে চীনে এবং ২০২৪ সালের প্রথমার্ধে গ্লোবাল মার্কেটে ঘোষণা করার পরিকল্পনা করছে হয়তো শাওমি৷ অর্থাৎ গত বছর MIUI 14 -এর লঞ্চ টাইমলাইনের সাথে সামঞ্জস্য রেখে MIUI 15 -কে লঞ্চ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা।

Show Full Article
Next Story