ক্যামেরা থেকে প্রসেসর, ঝড় তুলবে Xiaomi Mix Flip, লঞ্চের আগে এবার ফাঁস হল ছবি
শাওমি বর্তমানে চীনা বাজারের জন্য দুটি ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে, এগুলি হল Xiaomi Mix Fold 4 এবং Xiaomi...শাওমি বর্তমানে চীনা বাজারের জন্য দুটি ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে, এগুলি হল Xiaomi Mix Fold 4 এবং Xiaomi Mix Flip। এর মধ্যে Mix fold 4 ফোনটি আগামী মাসেই (জুলাই) বাজারে লঞ্চ হতে পারে, কারণ এটি ইতিমধ্যে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম থেকে অনুমোদন লাভ করেছে। Xiaomi Mix Flip সম্ভবত Xiaomi Mix Fold 4 মডেলের সাথেই বাজারে আসতে পারে কারণ এটিকেও গত মাসে 3C সার্টিফিকেশনে দেখা গিয়েছিল। আর এবার সুপরিচিত টিপস্টারের সৌজন্যে, আসন্ন Xiaomi Mix Flip সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
সামনে এল Xiaomi Mix Flip ফোনের ডিজাইন এবং প্রধান স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, শাওমি মিক্স ফ্লিপ মডেলে একটি বড় আকারের কভার ডিসপ্লে থাকবে এবং বাম ও ডান-হাতি উভয় ধরনের ইউজারদের সুবিধার জন্য স্ক্রিনটি রোটেট করাও যাবে। ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে, যা বর্তমানে বাজারে সবচেয়ে শক্তিশালী। এই চিপসেটটি অন্যান্য ফ্লিপ-স্টাইলের ফোল্ডেবল ফোনের তুলনায় প্রায় ৫০ শতাংশ বর্ধিত পারফরম্যান্স অফার করবে এবং এর সাথে উন্নত এআই (AI) ক্ষমতাও মিলবে।
ডিজিটাল চ্যাট স্টেশন শাওমি মিক্স ফ্লিপের একটি স্কিম্যাটিকও প্রকাশ করেছেন। নকশাটি দেখিয়েছে যে এর কভার ডিসপ্লেটি বেশ বড়, যা অনর ম্যাজিক ভি ফ্লিপের কভার স্ক্রিনের মতো প্রায় ৪ ইঞ্চির হতে পারে। এছাড়াও, রিয়ার প্যানেলে ডুয়েল রিং রয়েছে, যার ওপরেরটিতে এলইডি ফ্ল্যাশ ও একটি ক্যামেরা বিদ্যমান এবং নীচের রিংটিতে দ্বিতীয় রিয়ার ক্যামেরাটি রয়েছে। উল্লেখযোগ্যভাবে, এটিই একমাত্র ফোল্ডেবল ফোন হবে, যাতে একটি বহিরাগত ইয়ারপিস যুক্ত করা যাবে। এটি ফোনের কার্যকারিতা বৃদ্ধি করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Xiaomi Mix Flip ফোল্ডেবল ফোন তার ক্যাটাগরির মধ্যে কিছু স্ট্যান্ডআউট স্পেসিফিকেশনের সাথে আসতে চলেছে এবং এটি উচ্চতর ক্যামেরা পারফরম্যান্সও প্রদান করবে। আগের একটি রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৬০ মেগাপিক্সেলের OmniVision OV60A টেলিফটো ক্যামেরা থাকবে। যদিও এর ব্যাটারির আকার সম্পর্কে কোনও তথ্য এই মুহূর্তে উপলব্ধ নেই, তবে এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, Xiaomi Mix Flip ফোনের লঞ্চের সময়সূচী পরিবর্তিত হয়েছে, এটি প্রাথমিকভাবে প্রত্যাশিত সময়ের চেয়ে শীঘ্রই উপলব্ধ হবে বলে শোনা যাচ্ছে। ডিভাইসটি সম্ভবত জুলাই মাসে বাজারে পা রাখতে পারে।