Xiaomi Mix Flip: ফাঁস শাওমির প্রথম ফ্লিপ ফোনের ছবি, থাকছে লেইকার দুর্ধর্ষ ক্যামেরা

শাওমি বর্তমানে তাদের প্রথম ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোনটি বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা Xiaomi Mix Flip নামে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি…

শাওমি বর্তমানে তাদের প্রথম ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোনটি বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা Xiaomi Mix Flip নামে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি এই হ্যান্ডসেটটিকে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মে হাজির হয়েছিল, যার লিস্টিংটি প্রকাশ করেছে যে ডিভাইসটিতে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আর এবার সোশ্যাল মিডিয়ায় প্রথমবারের জন্য Xiaomi Mix Flip হ্যান্ডসেটের একটি রিয়েল-লাইফ ইমেজ ফাঁস হয়েছে, যা এর রিয়ার প্যানেলের আকর্ষণীয় ডিজাইনটি প্রদর্শন করেছে।

সামনে এল Xiaomi Mix Flip ফোনের লাইভ ইমেজ

চীনা মাইক্রো ব্লগিং সাইট, ওয়েইবোতে ফাঁস হওয়া ছবিটি শাওমি মিক্স ফ্লিপ ফোনের পিছনের অংশটিকে প্রদর্শন করেছে। ছবি অনুযায়ী, ডিভাইসটির রিয়ার শেলে কভার স্ক্রিনের ওপরে একটি অংশ রয়েছে, যার মধ্যে দুটি এলইডি ফ্ল্যাশের সাহায্যে ডুয়েল ক্যামেরা মডিউল অবস্থান করছে। উল্লেখযোগ্যভাবে, মডিউলটিতে লাইকা (Leica) লোগোও দেখা গেছে, যা মিক্স ফ্লিপের ক্যামেরা সিস্টেমের জন্য বিখ্যাত জার্মান ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির সাথে শাওমির পার্টনারশিপের দিকে নির্দেশ করে। ব্যাক প্যানেলের বাকি অর্ধেক অংশটির নীচের দিকে সোনালি ফিনিশের সাথে শাওমি লোগো দেখা গেছে।

স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, শাওমি মিক্স ফ্লিপ ফোনটির ডুয়েল ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২x জুম ক্ষমতা ও ১/২.৮ ইঞ্চির সেন্সর সাইজ সহ একটি Omnivision OV60A টেলিফটো ক্যামেরা অবস্থান করবে বলে শোনা যাচ্ছে। ডিভাইসটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে এবং এতে জলের বিরুদ্ধে সুরক্ষাও মিলবে। ফোল্ডেবল ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলবে বলে আশা করা হচ্ছে এবং এটি স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করবে বলেও জানা গেছে।

Xiaomi Mix Flip

এছাড়াও, সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে Xiaomi Mix Flip তুরস্ক সহ বিভিন্ন দেশে উপলব্ধ হবে, তবে এটি ভারতের বাজারে আসবে না বলেই জানা গেছে। শাওমি সম্ভবত বুক-স্টাইলের Xiaomi Mix Fold 4 ফোল্ডেবল হ্যান্ডসেটটির সাথেই Mix Flip-কে বাজারে উন্মোচন করতে পারে। নাম অনুসারে, Xiaomi Mix Fold 4 কোম্পানির চতুর্থ-প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস, যা মিক্স ফ্লিপের মতো একই Snapdragon 8 Gen 3 চিপ দ্বারা চালিত হবে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Xiaomi Mix Fold 4 ফোনে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং একটি ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্সের সংযুক্তির সাথে এর ক্যামেরা স্পেসিফিকেশন Xiaomi Mix Flip-এর মতো হতে পারে। শাওমির আসন্ন ফোল্ডেবল ফোনগুলি উভয়ই অবিশ্বাস্যরকমের স্লিম বডি অফার করবে বলে মনে করা হচ্ছে। সম্ভবত লঞ্চের সময় এগুলিকে বাজারের সবচেয়ে স্লিম ফোল্ডেবল বলে দাবি করা হতে পারে। Xiaomi Mix সিরিজের আসন্ন ডিভাইসগুলির বিষয়ে খুব বেশি তথ্য এখনও পর্যন্ত উপলব্ধ না থাকলেও, শীঘ্রই Xiaomi Mix Fold 4 এবং Xiaomi Mix Flip সম্পর্কে আরও জানা যাবে বলে আশা করা যায়।