বিশ্ব বাজার তোলপাড় করতে আসছে Xiaomi Mix Flip, দাম ও বৈশিষ্ট্য দেখে নিন

শাওমির ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোন Mix Flip এখন বিশ্ব বাজারে ঝড় তুলতে আসছে। প্রসঙ্গত, গত মাসে চিনে Xiaomi Mix Fold 4 ও Xiaomi Mix Flip…

Xiaomi Mix Flip To Launch In Global Market Soon Check Specification Price

শাওমির ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোন Mix Flip এখন বিশ্ব বাজারে ঝড় তুলতে আসছে। প্রসঙ্গত, গত মাসে চিনে Xiaomi Mix Fold 4 ও Xiaomi Mix Flip লঞ্চ করেছিল শাওমি। এরমধ্যে পরের মডেলটি হল সংস্থার প্রথম ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল ফোন। এদিকে Mix Fold 4 কেবল চীনে পাওয়া যাবে বলে জানা গেছে, তবে মিক্স ফ্লিপ গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে। লঞ্চের আগে, টিপস্টার সুধাংশু আম্ভোরে Xiaomi Mix Flip এর গ্লোবাল ভ্যারিয়েন্টের FAQ (ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন) পেজ খুঁজে পেয়েছে।

Xiaomi Mix Flip এর গ্লোবাল ভ্যারিয়েন্টের র‌্যাম স্টোরেজ ও কালার

শাওমি মিক্স ফ্লিপ এর এফএকিউ পেজ থেকে জানা গেছে যে, গ্লোবাল ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‌্যাম / ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আবার এটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি ইউএসএস ৪.০ স্টোরেজ সহ আসবে। এই স্টোরেজ ভ্যারিরিয়েন্টের সাথে ৮ জিবি, ১৬ জিবি এবং ৩১ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

এফএকিউ পেজে আরও উল্লেখ করা হয়েছে যে মিক্স ফ্লিপের গ্লোবাল ভ্যারিয়েন্ট পান্ডা এক্স গ্লাসের সাথে ব্ল্যাক, হোয়াইট এবং পার্পেল এডিশন সহ আসবে। এছাড়াও শাওমি এর নাইলন ফাইবার স্পেশাল এডিশন আনবে, যাতে ফাইবারগ্লাস সাবস্ট্রেট এবং নাইলন আউটার লেয়ার দেখা যাবে। মনে করা হচ্ছে চলতি মাসেই বা সেপ্টেম্বরে শাওমি মিক্স ফ্লিপ লঞ্চ হবে।

Xiaomi Mix Flip এর স্পেসিফিকেশন ও দাম

শাওমি মিক্স ফ্লিপ স্মার্টফোনে আছে ৬.৮৬ ইঞ্চি প্রাইমারি ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা ১২২৪x ২৯১২ পিক্সেল রেজোলিউশন অফার করে। আবার এতে রয়েছে ৪ ইঞ্চি AMOLED কভার স্ক্রিন, যা ১৩৯২x১২০৮ পিক্সেল রেজোলিউশনের সাথে আসে। উভয় স্ক্রিনেই ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Xiaomi Mix Flip এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল অমনিভিশন ক্যামেরা। পেছনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন OVX8000 লেইকা-ইঞ্জিনিয়ারড প্রাইমারি ক্যামেরা এবং ৬০এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৬০এ টেলিফটো ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস ইউআইতে চলে।

পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৬৭ ওয়াট র‌্যাপিড চার্জিং সহ ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে। নিরাপত্তার জন্য এতে পাওয়া যাবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গ্লোবাল মার্কেটে এর দাম কত হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চীনে, Xiaomi Mix Flip ফোনটির দাম শুরু হয়েছে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,০০০ টাকা) থেকে।