Samsung-এও এমন ফিচার নেই, Mix Fold 3 এর হাত ধরে বাজার তোলপাড় করতে পারে Xiaomi

শাওমি (Xiaomi) তার উদ্ভাবনী ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নিজের স্থান গড়ে তুলছে।...
techgup 4 Jun 2023 12:09 AM IST

শাওমি (Xiaomi) তার উদ্ভাবনী ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নিজের স্থান গড়ে তুলছে। কোম্পানিটির পরবর্তী সবচেয়ে বড় লঞ্চ হল Xiaomi MIX Fold 3, যা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ফোল্ডেবল ফোন যা একগুচ্ছ অত্যাধুনিক ফিচারের সাথে আসবে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার, Xiaomi MIX Fold 3 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, এটি একটি আন্ডার-স্ক্রিন ক্যামেরা সহ আসবে। এছাড়াও, এতে থাকবে ৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং। আসুন তাহলে MIX Fold 3 সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Xiaomi MIX Fold 3 এর স্পেসিফিকেশন

শাওমি মিক্স ফোল্ড ৩-এ একটি ফোল্ডেবল ওলেড (OLED) ডিসপ্লে থাকবে যার পরিমাপ সাধারণ অবস্থায় ৮.০১ ইঞ্চি হবে। ডিসপ্লেটির রেজোলিউশন ১,৮৬০ x ২,৪৮০ পিক্সেল এবং অ্যাস্পেক্ট রেশিও ২০:৯ হতে পারে। ফোনটিতে কাঁচের ফ্রন্ট প্যানেল ও প্লাস্টিক নির্মিত ব্যাক প্যানেল থাকবে এবং এটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত হবে। মিক্স ফোল্ড ৩ ব্ল্যাক এবং সিরামিক কালার অপশনে পাওয়া যাবে, একটি সিরামিক ব্যাক এবং একটি অ্যালুমিনিয়াম ফ্রেম সহ। আবার স্ক্রিনটি ভাঁজ করার সময় ফোনটির ওজন ৩১৭ গ্রাম এবং খোলা হলে ২৬২ গ্রাম হবে বলে দাবি করা হয়েছে।

এছাড়া, শাওমি মিক্স ফোল্ড ৩ একটি আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা দ্বারা সজ্জিত হবে। যদিও এমন প্রযুক্তির প্রয়োগ সহজ নয় কারণ ভালো আউটপুটের জন্য ক্যামেরাকে পর্যাপ্ত আলো গ্রহণ করতে হয়। যেহেতু স্ক্রিনটি স্বচ্ছ, এটি একটি বড় সমস্যা। এ কারণে বেশ কয়েকটি মোবাইলে এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকলেও, আন্ডার ডিসপ্লে ক্যামেরা তেমন জনপ্রিয় নয়।

এছাড়া, Xiaomi MIX Fold 3 সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে আসবে। ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। ফোনটিতে শক্তিশালী ৫,০২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পাশাপাশি একটি পেরিস্কোপ ক্যামেরা এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি রেটিং থাকবে বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, Xiaomi MIX Fold 3 ফোনটি লঞ্চের পর Samsung Galaxy Z Fold 3-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। শাওমি ফোনে একটি বড় ব্যাটারি, অধিক র‍্যাম এবং একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এটি এমন একটি ফিচার, যা স্যামসাং ফোনে নেই। তবে, Xiaomi MIX Fold 3 লঞ্চ না হওয়া পর্যন্ত দুটি ফোনের মধ্যে প্রকৃত তুলনার জন্য অপেক্ষা করতে হবে।

Show Full Article
Next Story