Xiaomi Mix Fold 3: ক্যামেরায় বড় চমক, শাওমির নতুন ফোন জলেও দিব্যি কাজ করবে
গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Xiaomi Mix Fold 2-এর উত্তরসূরি, Mix Fold 3 নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা...গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Xiaomi Mix Fold 2-এর উত্তরসূরি, Mix Fold 3 নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। যদিও কোম্পানির তরফে এখনও এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি, তবে সাম্প্রতিক প্রতিবেদন এবং লিকগুলি ফোনটির প্রত্যাশিত বৈশিষ্ট্যগুলির আভাস দিয়েছে। ফোল্ডেবলটি চলতি বছরের দ্বিতীয়ার্ধের কোনও এক সময় লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, শাওমির পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোনটিতে জলরোধী ডিজাইন এবং একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
জল প্রতিরোধী Xiaomi Mix Fold 3 পেরিস্কোপ লেন্সের সাথে বাজারে আসতে পারে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট অনুসারে, শাওমির পরবর্তী মিক্স ফোল্ড ৩ ফোল্ডেবল স্মার্টফোনে একটি পেরিস্কোপ ক্যামেরা এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইন দেখা যেতে পারে। টিপস্টার অবশ্য ফোনটির আইপি (IP) রেটিং নির্দিষ্ট করেননি। এমনকি, টিপস্টার তার পোস্টে স্মার্টফোনটির নামও উল্লেখ করেননি, তবে এটি শাওমি মিক্স ফোল্ড ৩ বলে অনুমান করা হচ্ছে।
ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা পূর্বসূরি মিক্স ফোল্ড ২-এর অনুরূপ। এছাড়াও, মিক্স ফোল্ড ৩ একটি পাতলা এবং একটি হালকা ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে। ফোল্ডেবলটির ফাঁস হওয়া অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
শোনা যাচ্ছে, Xiaomi Mix Fold 3 চলতি বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে। শাওমির পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এতে সম্ভবত একটি ইউএসবি ৩.২ পোর্ট থাকবে এবং এটি সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম ও ৫১২ জিবি বা ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করতে পারে।
উল্লেখ্য, Xiaomi Mix Fold 2 গত বছর আগস্ট মাসে লঞ্চ হয়। এতে ১,৯১৪ x ২,১৬০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৮.০২ ইঞ্চির এলটিপিও ২.০ ফোল্ডেবল প্রাইমারি ডিসপ্লে রয়েছে। আর ফোনটির কভার ডিসপ্লের আকার ৬.৫৬ ইঞ্চি। এটি একটি অ্যামোলেড (AMOLED) প্যানেল, যা ১,০৮০ x ২,৫২০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Mix Fold 2-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি বর্তমান।