Xiaomi Mix Fold 4: নেট দৌড়বে ঝড়ের গতিতে! শাওমির ফোনে যুক্ত হচ্ছে eMBB প্রযুক্তি

সাম্প্রতিক অনলাইন রিপোর্টগুলি থেকে জানা গেছে যে শাওমি তাদের পরবর্তী প্রজন্মের বুক-স্টাইলের ফোল্ডেবল, Xiaomi Mix Fold 4...
Ananya Sarkar 8 Jun 2024 2:19 PM IST

সাম্প্রতিক অনলাইন রিপোর্টগুলি থেকে জানা গেছে যে শাওমি তাদের পরবর্তী প্রজন্মের বুক-স্টাইলের ফোল্ডেবল, Xiaomi Mix Fold 4 ফোনের ওপর কাজ করছে, যা বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে স্লিম ফোল্ডেবল ফোন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন Xiaomi Mix Fold 4 চীনের এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন প্লাটফর্মের অনুমোদন পেয়েছে, যা সেদেশে ডিভাইসটির আগমনের পথ সুপ্রশস্ত করেছে। কি কি তথ্য উঠে এল এই সার্টিফিকেশন লিস্টিং থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi Mix Fold 4 পেল MIIT সার্টিফিকেশন

24072PX77C মডেল নম্বর সহ একটি শাওমি ফোন চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MIIT) থেকে নেটওয়ার্ক অ্যাক্সেস সার্টিফিকেশন পাস করেছে৷ জানা যাচ্ছে, এই ডিভাইসটি NR SA/NR NSA/TD-LTE/LTE FDD/WCDMA/CDMA 1X/GSM স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে ৷ ওয়েইবো টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) দাবি করেছেন যে, এই মডেল নম্বরটি মিক্স ফোল্ড ৪ ফোনের সাথে সংযুক্ত।

এটি টিয়ানটং (Tiantong) স্যাটেলাইট সংযোগ এবং উন্নত মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি সাপোর্ট করে। জানিয়ে রাখি, এনহ্যান্সড মোবাইল ব্রডব্যান্ড (eMBB) হল একটি 5G পরিষেবার বিভাগ, যা 4G পরিষেবার তুলনায় বর্ধিত ব্যান্ডউইথ এবং লো লেটেন্সি প্রদান করে৷ ইএমএমবি সেই সমস্ত নতুন অ্যাপ্লিকেশনগুলিকে এনেবল করতে পারে, যার জন্য উচ্চ ডেটা রেট প্রয়োজন, যেমন - ৮কে ভিডিও স্ট্রিমিং, ইমারসিভ ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং অগমেন্টেড রিয়েলিটি (AR)। ফোনটি 5.5G সংযোগ সাপোর্ট করতে পারে, যা 5G প্রযুক্তির বিবর্তনের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হয়। গতি, লেটেন্সি এবং দক্ষতার ক্ষেত্রে এটি 5G কানেক্টিভিটির থেকেও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi Mix Fold 4 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে চলবে, যা Xiaomi 14 সিরিজের মতো একাধিক লেটেস্ট ফ্ল্যাগশিপগুলিতে রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমির ফোল্ডেবল ফ্ল্যাগশিপটিতে ৫,০০০ এমএএইচ ডুয়েল শেল ব্যাটারি (১,৩৯০ এমএএইচ + ২,৪৮৫ এমএএইচ) অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। যদিও নির্দিষ্ট চার্জিং গতি এখনও নিশ্চিত করা হয়নি, তবে এটি ওয়্যার্ড এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করবে বলে মনে করা হচ্ছে। ডিজিটাল চ্যাট স্টেশন এর আগে অবশ্য জানিয়েছিলেন যে, ফোনটি আপগ্রেডেড ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করবে। প্রসঙ্গত, বর্তমান প্রজন্মের Xiaomi Mix Fold 3 ফোনটি ৬৭ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করে।

এছাড়া, Xiaomi Mix Fold 4 হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে পূর্বসূরির মতো একটি ৫x পেরিস্কোপ টেলিফোটো অন্তর্ভুক্ত থাকবে। আসন্ন মিক্স ফোল্ড ফোনটির প্রধান সেন্সর এবং আল্ট্রাওয়াইড লেন্স যথাক্রমে OV50E এবং OV13B হতে পারে। আগের প্রজন্মের Xiaomi Mix Fold 3 একটি ৩.২x টেলিফটো এবং একটি ৫x পেরিস্কোপ টেলিফটো অফার করে। আইহোমের একটি রিপোর্ট অনুযায়ী, ৩.২x টেলিফটো একটি ২x লেন্স দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং ২x এবং ৫x টেলিফটো মডিউলগুলি যথাক্রমে OV60A এবং S5K3K1 সেন্সর দ্বারা সজ্জিত হবে।

Show Full Article
Next Story