Apple কে পিছনে ফেলে ফের বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হল Xiaomi
হারানো জায়গা পুনরুদ্ধার করলো Xiaomi। জনপ্রিয় স্মার্টফোন ব্যান্ড Apple কে পিছনে ফেলছে তারা। কাউন্টার পয়েন্ট রিসার্চের...হারানো জায়গা পুনরুদ্ধার করলো Xiaomi। জনপ্রিয় স্মার্টফোন ব্যান্ড Apple কে পিছনে ফেলছে তারা। কাউন্টার পয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুযায়ী, গত আগস্টে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে Xiaomi। আর তৃতীয় স্থানে নেমে গেছে Apple। তবে এখনও বিশ্বের প্রথম স্মার্টফোন ব্র্যান্ড Samsung।
স্মার্টফোন মার্কেটে পিছিয়ে পড়ল Apple
কাউন্টার পয়েন্ট রিসার্চের রিপোর্টে বলা হয়েছে, স্মার্টফোন বিক্রির নিরিখে আগস্ট মাসে অ্যাপলকে পিছনে ফেলেছে শাওমি। এর আগে ২০২১ সালে প্রথমবার অ্যাপলকে সরিয়ে দ্বিতীয় স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয় চীনা ব্র্যান্ডটি। যদিও এর কিছুদিন পর ফের নিজের জায়গায় ফেরে অ্যাপল। উল্লেখ্য, গত তিন বছরে স্যামসাং, অ্যাপল ও শাওমির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য প্রতিযোগিতা চলছে।
রিসার্চ ফার্মের শেয়ার করা একটি গ্রাফে স্পষ্টভাবে দেখা গেছে যে আগস্টে চীনা ব্র্যান্ডটির স্মার্টফোন বিক্রি দ্রুত বেড়েছে এবং এরফলে তারা অ্যাপলকে পিছনে ফেলেছে। যদিও অ্যাপল সম্প্রতি আইফোন ১৬ সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজ জনপ্রিয়তা পেলে অ্যাপল ফের নিজের জায়গা ফেরত পেতে পারে।
আরও পড়ুন : Redmi Note 14 সিরিজ আগামী সপ্তাহে বাজারে এন্ট্রি নিচ্ছে, পড়ে গেলেও ভাঙবেনা, জল লাগলেও নষ্ট হবে না
স্মার্টফোন বিক্রি বেড়েছে Xiaomi-র
কাউন্টার পয়েন্ট রিসার্চের রিপোর্টে দেখা গেছে, শাওমি চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের স্মার্টফোন বিক্রি বাড়িয়েছে। ভারতে সংস্থাটি কিছুটা কোণঠাসা হলেও গ্লোবাল মার্কেটে তারা স্মার্টফোন বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন : Redmi Note 14 Pro+ 5G মুহুর্তে হবে ফুল চার্জ, আসছে 90W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে
অন্যদিকে অ্যাপলের নতুন আইফোন ১৬ সিরিজ নিয়ে ক্রেতাদের আগ্রহ কম দেখা গেছে। আইফোন ১৫-এর তুলনায় এই সিরিজের প্রি-অর্ডার কম হয়েছে।