হাজার টাকার কমে Xiaomi আনল 10000mAh ব্যাটারির নতুন Power Bank

Xiaomi আজ তাদের হোম মার্কেটে একটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করল, যার নাম Xiaomi Power Bank 10000mAh 22.5W Lite। এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং…

Xiaomi আজ তাদের হোম মার্কেটে একটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করল, যার নাম Xiaomi Power Bank 10000mAh 22.5W Lite। এটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট সহ এসেছে, যা ব্যবহারকারীদের একসাথে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা প্রদান করবে। সর্বোপরি, এই অ্যাক্সেসরিজটি ১৫ মিমি পাতলা এবং ওজনে মাত্র ২২৫ গ্রাম হওয়ায় সহজে বহনযোগ্য। এছাড়া কার্ভড ডিজাইনের সাথে আসার দরুন ডিভাইসটি আরামদায়ক গ্রিপ -ও অফার করে।

নাম অনুসারে, Xiaomi ব্র্যান্ডিংয়ের এই নয়া পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি ক্যাপাসিটি ১০,০০০ এমএএইচ। এটি – PD3.0, QC3.0, AFC, FCP, SCP, PE, এবং SFCP সহ বিভিন্ন ফাস্ট চার্জিং প্রোটোকলের সাথে সামঞ্জস্যপূর্ণ। যার দরুন এই পাওয়ার ব্যাঙ্কটি বিভিন্ন ধরণের ডিভাইসকে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ২২.৫ ওয়াট পর্যন্ত এবং ইউএসবি টাইপ-এ পোর্টের মাধ্যমে সর্বোচ্চ ১২ ওয়াট পাওয়ারে চার্জ করার ক্ষমতা রাখে। এছাড়া, পাওয়ার ব্যাঙ্কটিকে ব্যবহারকারিরা সামঞ্জস্যপূর্ণ চার্জার ব্যবহার করে ২২.৫ ওয়াট পর্যন্ত হারে রিচার্জ করতে পারবেন।

Img 20230414 Wa0000

বেইজিং ভিত্তিক টেক ব্র্যান্ডটি দাবি করেছে যে, তাদের এই নতুন পাওয়ার ব্যাঙ্কটি সর্বোচ্চ ২০ ওয়াট স্পিডে আইফোন সহ লেটেস্ট প্রজন্মের শাওমি হ্যান্ডসেটকে চার্জ করতে পারে। এক্ষেত্রে iPhone 13 মডেলটি আনুমানিক ২ ঘন্টা এবং Xiaomi 13 -কে মাত্র ১.৩ ঘন্টার মধ্যে ১০০% চার্জড করে দেবে Xiaomi Power Bank 10000mAh 22.5W Lite।

তদুপরি, এই পাওয়ার ব‌্যাঙ্ক ইন্টেলিজেন্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট সহ এসেছে, যা এটিকে সংযুক্ত ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটির উপর নির্ভর করে বিভিন্ন চার্জিং স্পিডের মধ্যে স্যুইচ করতে দেয়। যার দরুন ফ্ল্যাগশিপ মোবাইল থেকে শুরু করে TWS ইয়ারফোন পর্যন্ত নানাবিধ গ্যাজেটকে চার্জ করতে সক্ষম শাওমির পাওয়ার ব্যাঙ্কটি।

আবার ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে, এই Xiaomi Power Bank 10000mAh 22.5W Lite মডেলে একাধিক প্রোটেকশন ফিচার উপস্থিত। যেমন – ওভার-কারেন্ট প্রোটেকশন, ওভার-ভোল্টেজ প্রোটেকশন, ওভার-টেম্পারেচার প্রোটেকশন, শর্ট-সার্কিট প্রোটেকশন এবং লো-ভোল্টেজ প্রোটেকশন। ব্যবহারকারীদের সচেতন করার জন্য এর উপরের দিকে একটি LED ইনডিকেটর লক্ষণীয়।

Xiaomi Power Bank 10000mAh 22.5W Lite-এর দাম

নতুন শাওমি পাওয়ার ব্যাঙ্ক ১০০০০এমএমএইচ ২২.৫ওয়াট লাইট ডিভাইসের দাম চীনের বাজারে ৭৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৯৫০ টাকা) রাখা হয়েছে। এই অ্যাক্সেসরিজটি হোয়াইট কালার অপশনের সাথে চীনে লঞ্চ হয়েছে। ভারত সহ অন্যান্য মার্কেটে এটি কবে আসবে তা এখনও জানা যায়নি।