Xiaomi Redmi ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এই ডিভাইসগুলিতে আসছে MIUI 14 আপডেট
শাওমি (Xiaomi) ডিসেম্বরের শুরুতে Xiaomi 13 স্মার্টফোন সিরিজের সাথে তাদের লেটেস্ট MIUI 14 সফ্টওয়্যার স্কিনটি উন্মোচন...শাওমি (Xiaomi) ডিসেম্বরের শুরুতে Xiaomi 13 স্মার্টফোন সিরিজের সাথে তাদের লেটেস্ট MIUI 14 সফ্টওয়্যার স্কিনটি উন্মোচন করে। আর এরপর, কোম্পানি শুধুমাত্র প্রথম ব্যাচের উপযুক্ত ডিভাইসগুলিতেই এই আপডেটটি প্রকাশ করেছে। আর এখন, এর কয়েক সপ্তাহ পরে শাওমি দ্বিতীয় ব্যাচের ফোনগুলির নাম ঘোষণা করেছে, যেগুলিকে এমআইইউআই-এর লেটেস্ট সংস্করণে আপডেট করা হবে। এর পাশাপাশি, কবে থেকে MIUI 14 রোলআউট শুরু হবে, তাও প্রকাশ করেছে সংস্থাটি। আসুন নতুন আপডেটের জন্য যোগ্য ডিভাইসগুলির নাম ও রোলআউটের সময়সূচীটি দেখে নেওয়া যাক।
প্রকাশিত হল MIUI 14 দ্বিতীয় ব্যাচের রোলআউটের টাইমলাইন এবং যোগ্য ডিভাইসগুলির তালিকা
শাওমি কমিউনিটি (Xiaomi Community)-এর একটি অফিসিয়াল পোস্টে আগামী মার্চ মাসের শেষের দিকে অ্যান্ড্রয়েড ভিত্তিক লেটেস্ট সফ্টওয়্যার সংস্করণ, এমআইইউআই ১৪-এ আপডেট পেতে চলা ডিভাইসগুলির নাম প্রকাশ করা হয়েছে। এগুলি হল -
Xiaomi MIX 4
Xiaomi 12X
Xiaomi 11 Ultra
Xiaomi 11 Pro
Xiaomi 11
Xiaomi 11 Lite Vitality Edition
Xiaomi 11 Lite
Xiaomi 10S
Xiaomi Civi 1S
Xiaomi Civi 2
Redmi K40 Pro
Redmi K40S
Redmi K40
Redmi Note 12 Pro
Redmi Note 12 Pro Plus
Redmi Note 12 5G
Redmi Note 12 Explorer Edition
Redmi Note 12 Trendy Edition
Redmi Note 11T Pro
Redmi Note 11T Pro Plus
Redmi Note 11E
Redmi K40 Gaming Edition
Redmi Note 10 Pro
Redmi Note11 Pro
Redmi Note11 Pro Plus
জানিয়ে রাখি, এই তালিকায় থাকা বেশিরভাগ স্মার্টফোনই মিড-রেঞ্জার, বিশেষ করে Redmi Note সিরিজের মডেলগুলি। এছাড়াও, রয়েছে Xiaomi 11 সিরিজের মতো প্রিমিয়াম ডিভাইস। তবে এটা লক্ষণীয় যে, এই তালিকাটি শুধুমাত্র চীনের জন্য। শাওমি এখনও উল্লিখিত হ্যান্ডসেটগুলির গ্লোবাল সংস্করণগুলির MIUI 14 আপডেটের সময়সূচী ঘোষণা করেনি। কিন্তু আশা করা যায়, আন্তর্জাতিক ভ্যারিয়েন্টগুলিও চীনা মডেলগুলির আপডেটের কয়েকদিনের মধ্যে অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক MIUI 14 আপডেট পাবে।