মিলবে নানা মজার ফিচার্স, শাওমি ও রেডমির প্রচুর ফোনে আসছে নতুন HyperOS আপডেট

শাওমি (Xiaomi) গত বছরের শেষের দিকে তাদের দীর্ঘদিনের MIUI সফ্টওয়্যার ভার্সনকে বিদায় জানিয়ে নতুন এবং উন্নততর Android...
techgup 1 April 2024 12:27 PM IST

শাওমি (Xiaomi) গত বছরের শেষের দিকে তাদের দীর্ঘদিনের MIUI সফ্টওয়্যার ভার্সনকে বিদায় জানিয়ে নতুন এবং উন্নততর Android 14-ভিত্তিক HyperOS অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে। আর তারপর থেকে, ব্র্যান্ডটি ধীরে ধীরে এই নতুন সফটওয়্যারে তাদের বিভিন্ন ডিভাইসগুলিকে আপডেট করতে শুরু করেছে। আর এখন নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথে, শাওমি এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে HyperOS-এ আপডেট করা হবে এমন ডিভাইসের তালিকা প্রকাশ করেছে।

2024-এর দ্বিতীয় ত্রৈমাসিকে HyperOS রোলআউট প্ল্যান-

Xiaomi 11 Ultra

Xiaomi 11T Pro

Mi 11X

Xiaomi 11I HyperCharge

Xiaomi 11 Lite

Xiaomi 11i

Mi 10

Xiaomi Pad 5

Redmi K50i

Redmi 13C সিরিজ

Redmi 12

Redmi 11 Prime 5G

Redmi Note 11 সিরিজ

শাওমি যে ডিভাইসগুলির জন্য ইতিমধ্যে হাইপারওএস আপডেট রোলআউট করেছে, সেগুলিও প্রকাশ করেছে৷ সম্পূর্ণ তালিকাটি নিম্নরূপ -

Xiaomi 13 Pro

Xiaomi Pad 6

Redmi 12 5G

Redmi 12C

Redmi 11 Prime

Redmi Pad

Xiaomi 12 Pro

Redmi Note 12 5G

Redmi Note 12 Pro 5G

Redmi Note 12 Pro+ 5G

Redmi Note 13 5G

Redmi Note 13 Pro 5G

Redmi Note 13 Pro+ 5G

তাই কেউ যদি উল্লেখিত ডিভাইসগুলির কোনোটির বর্তমান ইউজার হন এবং এখনও আপডেট নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে তিনি তার ডিভাইসের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশনে নেভিগেট করে 'সিস্টেম আপডেট'-এ ট্যাপ করে আপডেটটি চেক করতে পারেন।

Show Full Article
Next Story