পুরানো Xiaomi Redmi ও Poco ফোনে পাওয়া যাবে 5G পরিষেবা, শীঘ্রই আসছে বড় আপডেট
চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে অতি দ্রুত পঞ্চম প্রজন্মের ওয়ারলেস সিস্টেম বা ৫জি পরিষেবা। গত ১ অক্টোবর...চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে অতি দ্রুত পঞ্চম প্রজন্মের ওয়ারলেস সিস্টেম বা ৫জি পরিষেবা। গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫জি প্রযুক্তিটি উদ্বোধন করার পরই ভারতের বিভিন্ন টেলিকম অপারেটররা দেশের বিভিন্ন প্রান্তে ৫জি সংযোগ পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগী হয়ে উঠেছে। সম্প্রতি প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) ভারতী এয়ারটেল (Bharti Airtel)-এর সাথে জুটি বেঁধে তাদের ৫জি-সক্ষম হ্যান্ডসেটগুলিতে নয়া পরিষেবাটি রোলআউট করা শুরু করেছে। আর এখন জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি (Xiaomi)-এর এক অধিকর্তা জানিয়েছেন যে, কোম্পানি শীঘ্রই একটি সফ্টওয়্যার আপডেট আনবে, যা ভারতীয় বাজারে তাদের বেশিরভাগ স্মার্টফোন মডেলগুলিতে ৫জি সাপোর্ট নিয়ে আসবে৷
ভারতে Xiaomi তাদের বেশকিছু হ্যান্ডসেটে 5G সাপোর্ট আনতে রোলআউট করতে শুরু করেছে নতুন সফ্টওয়্যার আপডেট
শাওমি ইতিমধ্যেই নির্বাচিত স্মার্টফোন মডেলগুলির জন্য সফ্টওয়্যার আপডেটটি চালু করেছে। শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, মুরালিকৃষ্ণান বি এপ্রসঙ্গে জানিয়েছেন যে, তাদের ৫জি স্মার্টফোন মডেলগুলি ১০০ শতাংশ ননস্ট্যান্ডালোন (NSA) নেটওয়ার্ক সাপোর্ট করে, যেখানে ব্যবহারকারীরা ৫জি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে নেটওয়ার্ক সেটিংসে 'প্রেফার ৫জি' অপশনটি বেছে নিতে পারেন৷ আর, নির্বিঘ্ন স্ট্যান্ডালোন (SA) সাপোর্টের জন্য, কোম্পানি ইতিমধ্যেই শাওমি ১২ প্রো ৫জি, এমআই ১১এক্স প্রো, শাওমি ১১আই, শাওমি ১১আই হাইপারচার্জ-এর মতো নির্বাচিত ডিভাইসগুলিতে ফার্মওয়্যার ওভার-দ্য-এয়ার (FOTA) আপডেটগুলি রোল আউট করা শুরু করেছে৷ বেশিরভাগ ডিভাইস দীপাবলির মধ্যে ওটিএ (OTA) আপডেট পেতে শুরু করবে বলে নিশ্চিত করেছেন মুরলিকৃষ্ণান বি।
জানিয়ে রাখি, শীর্ষস্থানীয় ভারতী এয়ারটেল (Bharti Airtel) এবং রিলায়েন্স জিও (Reliance Jio) টেলিকম অপারেটর দুটিই বর্তমানে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসীর মতো বড় শহরগুলিতে স্ট্যান্ডালোন (SA) এবং ননস্ট্যান্ডালোন (NSA) উভয় মোডের সাথে ৫জি নেটওয়ার্কিং চালু করছে। উল্লেখযোগ্যভাবে, চীনা ব্র্যান্ড ওপ্পো ইতিমধ্যেই তাদের ৫জি ফোনগুলির জন্য সম্পূর্ণ ৫জি সাপোর্ট অফার করেছে। এছাড়া, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল (Apple)-ও শীঘ্রই তাদের ভারতীয় গ্রাহকদের জন্য ৫জি সাপোর্ট অফার করবে বলে জানা গেছে৷
উল্লেখ্য, স্যামসাং (Samsung) নভেম্বরের মাঝামাঝি তাদের ডিভাইসে ৫জি চালু করতে সফ্টওয়্যার আপডেট আনবে এবং গুগল (Google)-ও Pixel 6 সিরিজ এবং Pixel 7 সিরিজের স্মার্টফোনের জন্য শীঘ্রই সফ্টওয়্যার সাপোর্ট চালু করবে। মুরালিকৃষ্ণান যোগ করেছেন যে, শাওমি এখনও অবধি বিভিন্ন রেঞ্জে ২০টিরও বেশি ৫জি-সক্ষম ডিভাইস লঞ্চ করেছে এবং ২০২২-এর মে মাস থেকে জুন মাস পর্যন্ত ভারতে ৭ মিলিয়ন বা ৭০ লক্ষেরও অধিক ৫জি স্মার্টফোন বিক্রি করেছে। সমস্ত ভারতীয় ব্যবহারকারীদের জন্য ৫জি প্রস্তুতি নিশ্চিত করতে সরকার এবং টেলিকম অপারেটরদের শাওমি প্রাসঙ্গিক সহায়তা প্রদান করবে বলেও নিশ্চিত করেছেন তিনি।